Home Second Lead এলপিজির দাম ১২ কেজিতে বাড়ল ৫৩ টাকা, বিপাকে সাধারণ ভোক্তা

এলপিজির দাম ১২ কেজিতে বাড়ল ৫৩ টাকা, বিপাকে সাধারণ ভোক্তা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: নতুন বছরের শুরুতেই সাধারণ মানুষের রান্নাঘরের বাজেটে বড় ধাক্কা দিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবারও বাড়ানো হয়েছে। জানুয়ারি মাসের জন্য প্রতি ১২ কেজি সিলিন্ডারের দাম ৫৩ টাকা বাড়িয়ে ১ হাজার ৩০৬ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিইআরসি কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থার চেয়ারম্যান জালাল আহমেদ এই নতুন দর ঘোষণা করেন। তিনি জানান, আন্তর্জাতিক বাজারে কাঁচামালের দাম বৃদ্ধি পাওয়ায় স্থানীয় বাজারে এই সমন্বয় করতে হয়েছে। রোববার সন্ধ্যা ৬টা থেকেই নতুন এই নির্ধারিত দাম কার্যকর হবে বলে সংস্থাটি জানিয়েছে।

বিইআরসির তথ্য অনুযায়ী:

জানুয়ারি ২০২৬-এর দাম: ১,৩০৬ টাকা (১২ কেজি সিলিন্ডার)

ডিসেম্বর ২০২৫-এর দাম: ১,২৫৩ টাকা

বৃদ্ধির পরিমাণ: ৫৩ টাকা

উল্লেখ্য, এর আগে গত ২ ডিসেম্বর এলপিজির দাম ৩৮ টাকা বাড়ানো হয়েছিল। মাত্র এক মাসের ব্যবধানে দুই দফায় দাম বাড়ায় মধ্যবিত্ত ও নিম্নবিত্ত পরিবারগুলোর মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

টানা কয়েক মাস ধরে এলপিজির দাম বাড়তে থাকায় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ ভোক্তারা। রাজধানীর মিরপুর এলাকার বাসিন্দা ও গৃহিণী রেহানা পারভীন বলেন, “সব জিনিসের দামই তো বাড়ছে। রান্নার গ্যাসের দাম যদি প্রতি মাসে এভাবে বাড়ে, তবে আমাদের সংসার চালানো অসম্ভব হয়ে পড়বে। গত মাসেই বেশি দামে কিনলাম, এখন আবার দাম বাড়ল।”

অন্যদিকে, বেসরকারি চাকরিজীবী হাসান আলী জানান, “বাজারে শুধু ঘোষণা করা দামেই গ্যাস পাওয়া যায় না। খুচরা বিক্রেতারা সরকার নির্ধারিত দামের চেয়ে অনেক বেশি রাখেন।  সরকারি ভাবে নির্ধারণ করা দামে সিলিন্ডার প্রাপ্তি নিশ্চিত করতে হবে। “

বাজার বিশ্লেষকরা মনে করছেন, জ্বালানির এই মূল্যবৃদ্ধি পরোক্ষভাবে জীবনযাত্রার অন্যান্য ব্যয়কেও প্রভাবিত করবে। হোটেল-রেস্তোরাঁ থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের উৎপাদন খরচ বাড়লে সাধারণ মানুষের ওপরই শেষ পর্যন্ত তার চাপ পড়ে। বিইআরসি সমন্বয় করলেও মাঠ পর্যায়ে এই দাম কার্যকর হচ্ছে কি না, তা কঠোরভাবে তদারকি করার দাবি জানিয়েছেন সাধারণ মানুষ।