Home বিনোদন কানে সৌদি সমর্থিত ‘প্রমিজড স্কাই’-এর মন ছোঁয়া গল্পে মাতোয়ারা দর্শক

কানে সৌদি সমর্থিত ‘প্রমিজড স্কাই’-এর মন ছোঁয়া গল্পে মাতোয়ারা দর্শক

বিনোদন ডেস্ক:

৭৮তম কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনেই আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছে সৌদি আরবের রেড সি ফান্ড-সমর্থিত চলচ্চিত্র Promised Sky। এটি উৎসবের ‘আঁ সার্তেঁ রিগার’ (Un Certain Regard) বিভাগে প্রদর্শিত হয়। নতুন ধারার ও সাহসী চলচ্চিত্রগুলো স্থান পেয়ে থাকে এই বিভাগে ।

চলচ্চিত্রটি পরিচালনা করেছেন এরিজ সেহিরি। প্রিমিয়ারে উপস্থিত ছিলেন পরিচালক নিজে এবং প্রধান তিন অভিনেত্রী দেবোরা নানে, আইসা মাইগা ও লেতিসিয়া কাই। তারা রেড কার্পেটে পা রেখে ক্যামেরার ফ্ল্যাশ ঝলকে নজর কাড়েন।

Promised Sky ছবির গল্প তিন নারীর জীবনকে ঘিরে আবর্তিত।একজন পাস্টর, একজন শিক্ষার্থী এবং একজন নির্বাসিত মা। একদিন তারা সাগরে ভেসে ওঠা ছোট্ট চার বছরের কেঞ্জাকে উদ্ধার করে নিজের ছায়ায় স্থান দেয়। শিশুটিকে কেন্দ্র করে তাদের জটিল সহাবস্থান এক নতুন মোড় নেয়—যেখানে নারীত্ব, মাতৃত্ব ও মানবতার বহুস্তরীয় দ্বন্দ্ব উঠে আসে।

ছবিটি রেড সি ফিল্ম ফাউন্ডেশনের অর্থায়নে নির্মিত, যারা উদীয়মান নির্মাতাদের আন্তর্জাতিক প্ল্যাটফর্মে তুলে ধরতে কাজ করছে। সৌদি আরবের এই উদ্যোগ মধ্যপ্রাচ্যের চলচ্চিত্রশিল্পকে বিশ্বদরবারে নতুন করে চিনিয়ে দেওয়ার পথ খুলে দিয়েছে বলে মনে করছেন চলচ্চিত্র সমালোচকরা।

বিশ্ব চলচ্চিত্রের অন্যতম মর্যাদাসম্পন্ন উৎসব কানে এমন একটি নারীকেন্দ্রিক গল্পের জায়গা করে নেওয়া মধ্যপ্রাচ্য এবং আফ্রিকান অঞ্চলের জন্য বড় অর্জন হিসেবেই দেখা হচ্ছে।