বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রবিবার দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সভায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।











