Home First Lead সিন্ডিকেট ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি; শীর্ষ শিল্পপতিদের সঙ্গে তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক

সিন্ডিকেট ও চাঁদাবাজিমুক্ত বাংলাদেশের প্রতিশ্রুতি; শীর্ষ শিল্পপতিদের সঙ্গে তারেক রহমানের রুদ্ধদ্বার বৈঠক

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: দীর্ঘ ১৭ বছরের নির্বাসন কাটিয়ে দেশে ফেরার পর রাষ্ট্র গঠনের রূপরেখা নিয়ে অংশীজনদের সঙ্গে ধারাবাহিক আলোচনার অংশ হিসেবে রবিবার দেশের শীর্ষ শিল্পপতি ও ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রাজধানীর গুলশানে চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত এই সভায় দেশের অর্থনীতি পুনরুদ্ধার এবং বিনিয়োগবান্ধব পরিবেশ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেন তিনি।
ছবি সংগৃহীত
সন্ধ্যায় শুরু হওয়া এই রুদ্ধদ্বার বৈঠকে দেশের শীর্ষস্থানীয় করপোরেট হাউজগুলোর প্রধান ও ব্যবসায়ী সংগঠনগুলোর প্রতিনিধিরা অংশ নেন। সভায় তারেক রহমান স্পষ্ট বার্তা দেন যে, বিএনপি ক্ষমতায় গেলে ব্যবসা-বাণিজ্যে কোনো প্রকার রাজনৈতিক হস্তক্ষেপ বা চাঁদাবাজি সহ্য করা হবে না।
তিনি বলেন, “ব্যবসায়ীরা হলেন দেশের অর্থনীতির মেরুদণ্ড। আমরা এমন এক রাষ্ট্র ব্যবস্থা গড়ে তুলতে চাই যেখানে উদ্যোক্তারা রাজনৈতিক প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে ব্যবসা করতে পারবেন।”
দেশের শিল্প ও বাণিজ্য খাতের প্রায় সব খাতের প্রতিনিধিত্ব ছিল এই বৈঠকে।বিএনপির পক্ষে তারেক রহমানের সঙ্গে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ও সাবেক বাণিজ্যমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী।
উপস্থিতদের মধ্যে উল্লেখযোগ্য ছিলেন:
এফবিসিসিআই-এর সাবেক সভাপতি মীর নাসির হোসেন, বিসিআই-এর সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী, বিকেএমএ-এর সভাপতি মোহাম্মদ হাতেম, বিটিএমএ-এর সাবেক সভাপতি মতিন চৌধুরী, এমসিসিআই-এর সভাপতি কামরান টি. রহমান, বিএসএমএ-এর সভাপতি মইনুল ইসলাম স্বপন, বিএবি-এর সভাপতি আব্দুল হাই সরকার, আইসিসি বাংলাদেশ সিইও, ট্রান্সকম গ্রুপের নির্বাহী সদস্য সিমিন রহমান, প্রিমিয়ার সিমেন্ট লিমিটেড ও সীকম গ্রুপের  ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আমিরুল হক, উত্তরা মটরস কর্পোরেশন লিমিটেডের চেয়ারম্যান মতিউর রহমান, বিকেএমইএ-এর সাবেক সভাপতি ফজলুল হক, বিসিআই-এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট প্রীতি চক্রবর্তী, এফবিসিসিআই-এর সভাপতি এ.কে. আজাদ, পারটেক্স গ্রুপের আজিজুল কায়সার টিটু, স্টিল মিল মালিক সমিতির সভাপতি জাহাঙ্গীর আলম, আইসিসি বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান, বিজিএমইএ-এর সভাপতি মাহমুদ হাসান খান উপস্থিত ছিলেন।
এছাড়া বিটিএমএ-এর সভাপতি শওকত আজিজ রাসেল, ডিসিসিআই-এর সভাপতি তাসকিন আহমেদ, বিজিএপিএমইএ-এর মো. শাহরিয়ার, বিএপিআই-এর সভাপতি আব্দুল মুক্তাদির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, মেঘনা গ্রুপ অফ ইন্ডাস্ট্রিজের  চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক মোস্তফা কামাল, প্রাণ গ্রুপের চেয়ারম্যান এবং সিইও আহসান খান চৌধুরী, বিএসআরএমের চেয়ারম্যান আলী হুসাইন আকবর আলী, বিজিএমইএ-এর সাবেক সভাপতি কুতুবউদ্দিন আহমেদ, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলি শামীম এহসান, এমসিসিআই-এর সাবেক সভাপতি নাহিদ কবির, ডিসিসিআই-এর সাবেক সভাপতি হোসেন খালেদ, ইউসিবিএলের চেয়ারম্যান শরীফ জহির উপস্থিত ছিলেন।
বৈঠক সূত্রে জানা গেছে, আলোচনায় মূলত তিনটি বিষয়ের ওপর গুরুত্বারোপ করা হয়েছে:
অর্থনীতি সংস্কার: জুলাই বিপ্লব পরবর্তী দেশের ভঙ্গুর অর্থনীতি পুনর্গঠনে ব্যবসায়ীদের প্রত্যক্ষ সহযোগিতা চেয়েছেন তারেক রহমান।
প্রতিযোগিতামূলক বাজার: সিন্ডিকেট প্রথা ভেঙে একটি সুস্থ ও প্রতিযোগিতামূলক বাজার ব্যবস্থা গড়ে তোলার রূপরেখা নিয়ে আলোচনা হয়।
উদ্যোক্তাদের নিরাপত্তা: বিগত সরকারের আমলে ব্যবসায়ীদের ওপর যে রাজনৈতিক চাপ ও হয়রানি ছিল, তা নিরসনে দীর্ঘমেয়াদী আইনি কাঠামোর আশ্বাস দেন বিএনপি নেতা।
বৈঠক শেষে নাম প্রকাশে অনিচ্ছুক একজন শীর্ষ ব্যবসায়ী নেতা জানান, তারেক রহমানের অর্থনৈতিক দর্শন ও আগামীর কর্মপরিকল্পনা শুনে তারা আশাবাদী। বিশেষ করে বৈদেশিক বিনিয়োগ আকর্ষণ এবং রপ্তানি বৃদ্ধিতে তার আধুনিক চিন্তা ব্যবসায়ীদের মুগ্ধ করেছে।
গত ২৫ ডিসেম্বর দেশে ফেরার পর থেকে তারেক রহমান বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে নিবিড় যোগাযোগ রক্ষা করছেন। আজ ব্যবসায়ীদের সঙ্গে এই বৈঠককে পর্যবেক্ষকরা দেখছেন দেশের বেসরকারি খাতের আস্থা অর্জনের একটি বড় পদক্ষেপ হিসেবে।