Home Second Lead অধিক ডিও ইস্যুর আহ্বান শিপিং এজেন্টদের প্রতি

অধিক ডিও ইস্যুর আহ্বান শিপিং এজেন্টদের প্রতি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বন্দরে বিরাজমান মহাসংকট নিরসনে কাস্টম হাউসের কার্যক্রমের সাথে সমন্বয় রেখে অধিক সময় ধরে ডেলিভারি অর্ডার ( ডিও ) ইস্যুর ব্যবস্থা নেয়ার জন্য শিপিং এজেন্টদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ শিপিং এজেন্টস এসোসিয়েশন।

জাতীয় রাজস্ব বোর্ড বুধবার এক অফিস আদেশে ইতিপূর্বের আদেশসমূহ বাতিল করে স্বাভাবিক কার্যক্রমের নির্দেশ দিয়েছে কাস্টম হাউসকে। সাধারণ ছুটিতে শুল্কায়ন কার্যক্রম অত্যাবশ্যকীয় কিছু পণ্যের মধ্যে সীমিত করা হয়েছি। তাতে বন্ধ ছিল বাণিজ্যিক পণ্য শুল্কায়ন। আর শুল্কায়ন না হওয়ায় বাণিজ্যিক পণ্যের ডেলিভারি বন্ধ থাকে। তাতে প্রচণ্ড রকমের জট তৈরি হয়েছে বন্দরে। রাজস্ব ভবনের বুধবারের আদেশে ফলে সেই সংকট কেটে যাবে এবং আমদানিকারকরা পণ্য ডেলিভারি নিতে শুরু করবেন। তারজন্য শিপিং এজেন্টের ডেলিভারি অর্ডার প্রয়োজন।

বাংলাদেশে শিপিং এজেন্টস এসোসিয়েশনের চেয়ারম্যান আহসানুল হক চৌধুরী তাদের সব সদস্যকে প্রয়োজনে বিশেষ ব্যবস্থা নিয়ে ডিও ইস্যু করার আহ্বান জানিয়েছেন।