Home খেলাধুলা আরসিবির শিরোপা উৎসব রূপ নিল মৃত্যুর মিছিলে

আরসিবির শিরোপা উৎসব রূপ নিল মৃত্যুর মিছিলে

আন্তর্জাতিক ডেস্ক:

১৮ বছরের অপেক্ষার অবসান ঘটিয়ে আইপিএল শিরোপা জয়ের আনন্দে যখন ডুবেছিল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, তখনই উৎসব রূপ নেয় মর্মান্তিক ট্র্যাজেডিতে। বুধবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামের বাইরে পদদলনের ঘটনায় এখন পর্যন্ত অন্তত ১১ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও ৩৩ জন।

আরসিবির শিরোপা উদযাপন উপলক্ষে আয়োজিত জনসমাবেশের অন্যতম আয়োজক ছিল কর্নাটক স্টেট ক্রিকেট অ্যাসোসিয়েশন। এই অনুষ্ঠানের জন্য আগেই ঘোষণা করা হয়েছিল ‘আগে এলে আগে পাবে’ ভিত্তিতে পাস বিতরণ করা হবে। এই ঘোষণায় হাজার হাজার ভক্ত সকাল থেকেই স্টেডিয়ামের বাইরে জড়ো হন। দুপুরের মধ্যেই জনজোয়ারে ভরে যায় এলাকা।

নির্ধারিত সময়ে স্টেডিয়ামের গেট খোলার সঙ্গে সঙ্গেই শুরু হয় পাস নেওয়ার জন্য হুড়োহুড়ি। পুলিশ পরিস্থিতি সামাল দিতে লাঠিচার্জ করে। এতে আতঙ্ক ছড়িয়ে পড়ে, মানুষ ছুটে পালাতে শুরু করে চারদিকে। ঠিক এই সময়েই পদদলনের ঘটনা ঘটে।

ভয়াবহ এই দুর্ঘটনার পরও কিছুক্ষণ পর্যন্ত স্টেডিয়ামের ভেতরে চলতে থাকে কোহলিদের সংবর্ধনা অনুষ্ঠান। পরে জনমনে ক্ষোভ দেখা দিলে প্রশ্ন উঠে, কেন এত বড় দুর্ঘটনার খবর পৌঁছনোর পরও অনুষ্ঠান বন্ধ করা হয়নি।

আইপিএল চেয়ারম্যান অরুণ ধুমল জানিয়েছেন, “ঘটনাটি অত্যন্ত দুঃখজনক। আরসিবি কর্তৃপক্ষ প্রথমে বিষয়টি জানতে পারেননি। পরে জানার সঙ্গে সঙ্গে অনুষ্ঠান সংক্ষিপ্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়। আমরাও দ্রুত অনুষ্ঠান বন্ধ করার অনুরোধ জানাই।”

বিসিসিআই সহ-সভাপতি রাজীব শুক্ল বলেন, “ঠিক কী কারণে এমন দুর্ঘটনা ঘটল, তা আমরা নিশ্চিত করে বলতে পারছি না। কর্নাটক ক্রিকেট সংস্থার রিপোর্ট পাওয়ার পর বিষয়টি পরিষ্কার হবে।”

বোর্ড সচিব দেবজিৎ শইকিয়া বলেন, “এটা জনপ্রিয়তার নেতিবাচক দিক। সমর্থকেরা প্রিয় খেলোয়াড়দের একনজর দেখতে গিয়ে অনিয়ন্ত্রিত আচরণ করেন। আয়োজকদের আরও সুপরিকল্পিতভাবে এই অনুষ্ঠানটি আয়োজন করা উচিত ছিল। তবে বিসিসিআইয়ের এর সঙ্গে সরাসরি কোনও সম্পর্ক নেই, তবুও এখান থেকে শিক্ষা নেওয়া দরকার।”

ঘটনার পর রাজ্য প্রশাসনের ভূমিকা নিয়েও উঠেছে প্রশ্ন। অতিরিক্ত জনসমাগমের পূর্বাভাস থাকা সত্ত্বেও পর্যাপ্ত নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ উঠেছে। রাজনৈতিক মহলে শুরু হয়েছে দোষ চাপানোর পালা, যদিও বিসিসিআই ও আইপিএল কর্তৃপক্ষ এই বিষয়ে মন্তব্য না করে নিরপেক্ষ অবস্থান নিয়েছে।

এই মর্মান্তিক ঘটনার পর পুরো দেশজুড়ে শোকের ছায়া নেমে এসেছে। মৃতদের পরিবার ও আহতদের জন্য সমবেদনা জানাচ্ছে দেশের বিভিন্ন প্রান্ত থেকে ক্রীড়ামোদীরা।