Home Third Lead চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র এখন সিডিএ অ্যাভিনিউতে

চট্টগ্রামে ভারতীয় ভিসা কেন্দ্র এখন সিডিএ অ্যাভিনিউতে

  উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চট্টগ্রামের ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার (আইভ্যাক)  আরও বড় জায়গায় স্থানান্তর হলো। বৃহস্পতিবার নগরীর সিডিএ অ্যাভিনিউতে সিটি সেন্টারে আইভ্যাকের নতুন কেন্দ্রটির উদ্বোধন করা হয়। এখন থেকে খুলশী আইভেক সেন্টারে ভিসা কার্যক্রম বন্ধ থাকবে।  নতুন আইভেক সেন্টারে সকল সুযোগ সুবিধা মিলবে।

  উদ্বোধন করেছেন সিটি মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. রেজাউল করিম চৌধুরী এবং ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। উদ্বোধন শেষে প্রণয় ভার্মা বলেন, উন্নত ও নান্দনিক পরিবেশের অত্যাধুনিক এই নতুন কেন্দ্রটি চট্টগ্রামের বাসিন্দাদের জন্য  ভিসা আবেদন প্রক্রিয়াকে সহজ করবে এবং স্বাচ্ছন্দ্য বাড়াবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারতীয় সহকারী হাইকমিশনার ডা. রাজীব রঞ্জন এবং স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার বাংলাদেশ কান্ট্রি হেড অমিত কুমার, চিটাগাং চেম্বার পরিচালক মাহফুজুল হক শাহসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

ভারতীয় হাইকমিশনের পক্ষে বাংলাদেশে আইভ্যাকগুলো পরিচালনা করে ‘স্টেট ব্যাংক অব ইন্ডিয়া’। আর ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত ইন্ডিয়ান ভিসা অ্যাপ্লিকেশন সেন্টার বিশ্বের বৃহত্তম ভিসা আবেদন কেন্দ্র।