Home First Lead ইউনাইটেডের চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

ইউনাইটেডের চেয়ারম্যানসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ইউনাইটেড হাসপাতালের চেয়ারম্যান এমডিসহ ৪ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে অগ্নিকাণ্ডে পাঁচজনের মৃত্যুর ঘটনায় কর্তৃপক্ষের গাফিলতির প্রমাণ পাওয়ায় বুধবার এই নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।

যাদের দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে তারা হলেনইউনাইটেডের চেয়ারম্যান মো. হাসান মাহমুদ রাজা, ম্যানেজিং ডিরেক্টর মো. ফরিদুর রহমান খান, সিইও মোহাম্মদ ফাইজুর রহমান এবং চিফ ক্লিনিক্যাল গভার্নেন্সের ডিরেক্টর ডা. আবু সাঈদ এমএম রহমান

ডিএমপি’র ডিসি সুদীপ কুমার চক্রবর্তী গণমাধ্যমকে জানিয়েছেনআগুনের ঘটনায় পুলিশ এবং ফায়ার সার্ভিসের পক্ষ থেকে যে তদন্ত করা হয়েছে তাতে হাসপাতালের দোষ পাওয়া গেছে। তাই তাদের চারজনকে দেশত্যাগে নিষেধাজ্ঞা দেয়া হয়েছে। এরইমধ্যে বিমানাবন্দরে চিঠি পৌঁছে দেয়া হয়েছে।

গত ২৭ মে রাতে ইউনাইটেড হাসপাতালের করোনা ইউনিটে আগুনের ঘটনায় পাঁচজন দগ্ধ হয়ে মারা যান।