Home Second Lead ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি আফজাল আর নেই

ইসলামিক ফাউন্ডেশনের সাবেক ডিজি আফজাল আর নেই

সামীম মোহাম্মদ আফজাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ইসলামিক ফাউন্ডেশনের (ইফা) সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল (৬৫) মারা গেছেন (ইন্না লিল্লাহরাজেউন)

বৃহস্পতিবার রাত সাড়ে ১০টায় শ্যামলী রিং রোডে অবস্থিত সেন্ট্রাল হাসপাতালে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় বলে জানা গেছে।  

সামীম আফজাল দীর্ঘ দিন ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী এক মেয়েসহ বহু আত্মীয়স্বজন রেখে গেছেন

 সামীম মোহাম্মদ আফজাল সাবেক বিচার বিভাগীয় কর্মকর্তা। প্রায় ১১ বছর  ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। চাকরির বয়স শেষে দু‘দফায়  চুক্তিভিত্তিক নিয়োগ পান। ৩০ ডিসেম্বর তার চুক্তি ভিত্তিক নিয়োগের মেয়াদ শেষে তিনি অবসরে চলে যান। 

তিনি ২০১৬ সাল থেকে ক্যান্সারে ভুগছিলেন।

 

ইফার শোক :
সাবেক মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজালের মৃত্যুতে ইসলামিক ফাউন্ডেশন পরিবার গভীরভাবে শোকাহত। তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেছেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ।ইফার বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়