Home First Lead এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডার স্থাপন শুরু

এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডার স্থাপন শুরু

বিজনেসটেুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: বাণিজ্যিক রাজধানীর মানুষের দীর্ঘ  প্রত্যাশিত এলিভেটেড এক্সপ্রেসওয়েতে গার্ডার স্থাপনের কাজ শুরু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ২টায় পতেঙ্গা অংশ থেকে স্থাপিত পিলারের উপর প্রথম গার্ডার স্থাপন

সম্পন্ন হয়েছে। মোট সাড়ে ৩ হাজার গার্ডার স্থাপন করা হবে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে।

গার্ডার স্থাপনের কার্যক্রমের উদ্বোধন করেন প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)- এর চেয়ারম্যান এম জহিরুল আলম দোভাষ।

তিনি বলেন, স্বপ্নের এ এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প বাস্তবায়িত হলে চট্টগ্রাম মহানগরীতে যানজট নিরসনে এবং যান চলাচলের ক্ষেত্রে অভাবনীয় পরিবর্তন আসবে। এ ফ্লাইওভারের মাধ্যমে বিমানবন্দর থেকে শহরমুখি এবং শহর থেকে বিমানবন্দরমুখি মানুষ মাত্র ১৫-২০মিনিটে আসা যাওয়া করতে পারবে।

এ মেগাপ্রকল্পের আওতায় সমুদ্র সৈকত সল্টগোলা ক্রসিং পর্যন্ত আট কিলোমিটার সড়কে সর্বমোট ২শটি পিলার স্থাপিত হচ্ছে। ইতোমধ্যে ১শ ২৫টি পিলারের কাজ শেষ হয়েছে। এ পিলারগুলোর উপর প্রতিদিন ৬থেকে ৮টি গার্ডার স্থাপন করা হবে। বর্তমানে সিমেন্ট ক্রসিং থেকে সল্টগোলা ক্রসিং পর্যন্ত দ্বিতীয় পর্যায়ের কাজ চলছে। এ দুটি অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ে আট কিলোমিটার নির্মিত হবে। তৃতীয় অংশে সল্টগোলা ক্রসিং থেকে বারিক বিল্ডিং মোড় এবং চতুর্থ অংশে বারিক বিল্ডিং মোড় থেকে লালখান বাজার পর্যন্ত নির্মাণ করা হবে।