Home First Lead করোনায় মৃত্যু ছাড়িয়ে গেল এক শ’

করোনায় মৃত্যু ছাড়িয়ে গেল এক শ’

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ২৪ ঘণ্টায় মারা গেছেন ১০ জন। এই নিয়ে মৃতের সংখ্যা ১০১ জন।

২৪ ঘণ্টায় নতুন করে আরো ৪৯২ জনের দেহে করোনার সংক্রমণ পাওয়া গেছে।
আজ সোমবার দুপুরে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য জানান, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলাতানা। জানান, মোট আক্রান্ত বেড়ে দাঁড়িয়েছে ২ হাজার ৯শ ৪৮ জনে। এছাড়া  এ পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ১০১ জন।

গত ২৪ ঘণ্টায় ১০ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন। এ নিয়ে মোট ৮৫ জন সুস্থ হয়েছেন।

বুলেটিনে  জানানো হয়, নতুন করে মৃত ১০ জনের মধ্যে পুরুষ আটজন এবং নারী দুজন। বয়সভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, এ ১০ জনের মধ্যে ষাটোর্ধ্ব চারজন, পঞ্চাশোর্ধ্ব চারজন এবং চল্লিশোর্ধ্ব দুজন। তাদের মধ্যে রাজধানী ঢাকায় মারা গেছেন পাঁচজন, নারায়ণগঞ্জে চারজন এবং নরসিংদীতে একজন মারা গেছেন।

৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয় বলে জানায় সরকারের রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)। শুরুর দিকে রোগীর সংখ্যা কম থাকলেও এখন সংক্রমণ সারাদেশে ছড়িয়ে পড়েছে।
গত ডিসেম্বররের শেষ সপ্তাহে চীনের উহানে করোনা ভাইরাসের সংক্রমণ শুরু হয়। ভাইরাসটি ক্রমে সারা বিশ্বে ছড়িয়ে পড়ে।