- রাস্তায় যান, কাজের গুণগত মান পরীক্ষা করুন
- উন্নয়নকাজ সময়মত শেষ করতে হবে
বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি প্রশাসক খোরশেদ আলম সুজন বললেন, ‘কোন কোন ঠিকাদার কাজে গাফিলতি করছে তালিকা দিন, কাউকে ছাড় দেব না।’
আজ সোমবার বিকেলে কর্পোরেশনের প্রকৌশল বিভাগের ৩ ও ৪ নম্বর ডিভিশনের সাথে বৈঠকে প্রকৌশলীদের এই নির্দেশ দিয়ে বলেন, অফিসে অহেতুক সময় নষ্ট না করে রাস্তায় যেখানে উন্নয়নকাজ চলছে সেখানে যান, কাজের গুনগতমান পরীক্ষা করুন। আর কোন কোন ঠিকাদার কাজে গাফিলতি করছে তাদের তালিকা আমাকে দেন। কাজ আদায়ের ক্ষেত্রে আমি কাউকে ছাড় দেব না। ন
গর ভবনে অনুষ্ঠিত বৈঠকে প্রশাসক বলেন, নগরীতে চলমান উন্নয়নকাজ সময়মত শেষ করতে হবে। এরজন্য তদারকি বাড়াতে হবে প্রকৌশলীদের।
নগরীর যেসব সড়কে এখনো খানা-খন্দক রয়েছে সেগুলো জরুরী ভিত্তিতে ভরাট ও মেগাডম করে যান চলাচলের উপযোগী করা নির্দেশ দেন খোরশেদ আলম সুজন। এছাড়া, চলমান সব প্রকল্পের সার্বিক চিত্রের নথি প্রশাসক বরাবর পেশ করার নির্দেশ দেয়া হয়েছে। অনুমোদনের অপেক্ষায় থাকা প্রকল্পসমূহের ব্যাপারেও অবহিত করতে বলা হয়।
প্রধান প্রকৌশলী লে.কর্ণেল সোহেল আহমদ, অতিরিক্ত প্রধান প্রকৌশলী রফিকুল ইসলাম মানিক, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মুনিরুল হুদা, কামরুল ইসলাম, আবু সালেহ, নির্বাহী প্রকৌশলী ফরহাদুল আলম, আবু ছিদ্দিক প্রমুখ উপস্থিত ছিলেন।
সাবেক মেয়রদের সাথে
মতবিনিময় সভা স্থগিত
প্রাক্তন মেয়র ও প্রশাসকদের সাথে সিটি প্রশাসকের মত বিনিময় সভাটি স্থগিত করা হয়েছে। মঙ্গলবার সভাটি হওয়ার কথা ছিল। সাবেক মেয়র ও প্রশাসকগণ বিভিন্ন জায়গায় রয়েছেন। নির্দিষ্ট সময়ে সবাই সাড়া দিতে পারছেন না। তাই স্থগিত করা হয়েছে। পরবর্তীতে কোন সুবিধাজনক সময়ে সভাটি হবে।