রাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বলা হয়- পররাষ্ট্র মন্ত্রণালয়ের নজরে এসেছে যে গুয়াহাটিতে বৃহস্পতিবার মিছিল হয়েছে ও আন্দোলনকারীদের কিছু লোক মিশনের ৩০ গজের মধ্যে বিক্ষোভ করেছে, সাইনবোর্ড ভাংচুর করেছে। বিমানবন্দর থেকে সহকারী হাই কমিশনারকে বহনকারী সুরক্ষা গাড়িটি প্রতিবাদকারীদের দ্বারা আক্রান্ত হয়েছে। এসব ঘটনার প্রেক্ষিতে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব সন্ধ্যায় ভারতীয় হাই কমিশনারের সঙ্গে মন্ত্রণালয়ে বৈঠক করেন এবং নিরাপত্তা জোরদারের আহ্বান জানান। জবাবে হাইকমিশনার আশ্বস্থ করে বলেন, গুয়াহাটিতে বাংলাদেশ উপ হাইকমিশনের চ্যান্সারি ও আবাসনের নিরাপত্তা বাড়ানোর জন্য ভারত সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে তাৎক্ষনিক সতর্ক করা হয়েছে।
উদ্ভুত পরিস্থিতিতে উপ-হাইকমিশনের কর্মী এবং তাদের পরিবারের সদস্যদের বর্ধিত সুরক্ষা-ব্যবস্থা নেয়া হয়েছে। ঢাকার বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বাংলাদেশ সরকার বিশ্বাস করে যে ওই হামলা এবং ভাঙচুর একটি বিচ্ছিন্ন ঘটনা। বাংলাদেশ ও ভারত যে দুর্দান্ত দ্বিপক্ষীয় সম্পর্ক উপভোগ করছে তাতে এর কোন প্রভাব পড়বে না।