Home First Lead ঘাতকব্যাধি ৫৭ দেশে, দ.কোরিয়া ইরান ইতালি জাপানে অবনতি

ঘাতকব্যাধি ৫৭ দেশে, দ.কোরিয়া ইরান ইতালি জাপানে অবনতি

বিজনেসটুডে২৪ ডেস্ক

ঘাতক ব্যাধি করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা ২৮৬৭। তা ছড়িয়ে পড়েছে বিশ্বের ৫৭ দেশে।

বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা  ৮৩ হাজার ৮৮৯ জন।

চীনের বাইরে খারাপ অবস্থা দক্ষিণ কোরিয়া, ইরান, ইতালি ও জাপানে।

চীনে এক দিনে প্রাণ হারিয়েছেন অন্তত ৪৪ জন। মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২,৮৮৮ জন। আক্রান্ত ৭৮ হাজার ৮৩২ জন।

দক্ষিণ কোরিয়ায় আক্রান্তের সংখ্যা ২৩৩৭। সেখানে প্রাণ হারিয়েছে ১৩ জন।

চীনের বাইরে সর্বাধিক মৃত্যু হয়েছে ইরানে। সেখানে মারা গেছেন অন্তত ৩৪ জন, আক্রান্ত ৩৮৮ । ইতালিতে ৬৫৫ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, মারা গেছেন ১৭ জন।

জাপানে নতুন করে আক্রান্ত হয়েছেন ১২ জন। সেখানে আক্রান্তের মোট সংখ্যা ২২৬। মারা গেছে ৫ জন।

এছাড়া, জাপানের ইয়োকোহামা বন্দরে কোয়ারেন্টাইনে রাখা জাহাজ ডায়মন্ড প্রিন্সেসের ৭০৫ যাত্রীর শরীরে প্রাণঘাতী নতুন ভাইরাস ধরা পড়েছে। ইতিমধ্যে জাহাজটির অন্তত চার যাত্রী মারা গেছেন।

হংকংয়ে আক্রান্ত ৯৩, মৃত্যু ২ জনের।

সিঙ্গাপুরে ৯৬ জন করোনায় আক্রান্ত।

আমেরিকায় ৬০ জনের শরীরে এই ভাইরাস পাওয়া গেছে।