Home First Lead চট্টগ্রামে বিজিএমইএ’র ফিল্ড হাসপাতাল

চট্টগ্রামে বিজিএমইএ’র ফিল্ড হাসপাতাল

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: নগরীর সল্টগোলা ক্রসিং মোড়ে অবস্থিত বিজিএমইএ হাসপাতাল ও ডায়াগনোস্টিক সেন্টারে আগামী সপ্তাহে চালু হচ্ছে ৫০ শয্যার করোনা ফিল্ড হাসপাতাল। সেখানে থাকবে সার্বক্ষণিক অক্সিজেন সুবিধা।

মোহাম্মদ আব্দুস সালাম

বিজিএমইএ’র প্রথম সহ-সভাপতি মোহাম্মদ আব্দুস সালাম বিজনেসটুডে২৪ প্রতিনিধিকে জানান, ফিল্ড হাসপাতাল চালু করার জন্য যাবতীয় প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। মেডিক্যাল অফিসার, ল্যাব টেকনোলোজিস্ট, নার্স, ওয়ার্ড বয় ইত্যাদি নিয়োগ সম্পন্ন হয়েছে। এখন চলছে শেষ সময়ের কিছু কাজ। আশা করেন, এই হাসপাতাল বা আইসোলেশন সেন্টার তাদের কর্মিদের চিকিৎসা সহায়তায় বিরাট ভুমিকা রাখবে। সেই সঙ্গে স্থানীয় জনসাধারণকেও করোনা চিকিৎসা সেবা দেয়া হবে সীমিত সুযোগের মধ্যে। এখানে সার্বক্ষণিকভাবে অক্সিজেন সুবিধা থাকবে বলে জানান আবদুস সালাম।

তৈরি পোশাক শিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ’র উদ্যোগে সীমেন্স হোস্টেল গেইটে নির্মিত  বিজিএমইএ হাসপাতালটির যাত্রা শুরু হয় ২০১১ সালের ফেব্রুয়ারিতে। প্রধানত এখানে তৈরি পোশাক শিল্প শ্রমিকদের চিকিৎসা সেবা প্রদান করা হয়। ইমার্জেন্সি, আউটডোর, ল্যাব সুবিধা ইত্যাদি রয়েছে।

শ্রমিকদের করোনাভাইরাস পরীক্ষার জন্য দেশের প্রথম ‘স্টেট অব দ্যা আর্ট কোভিড-১৯ ল্যাব’ চালু করেছে বিজিএমইএ।গাজীপুরের চন্দ্রায় ড. ফরিদা হক মেমোরিয়াল জেনারেল হাসপাতালে ল্যাবের কার্যক্রম চলছে।