Home Third Lead চট্টগ্রামে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

চট্টগ্রামে কাউন্সিলর পদে বিএনপির মনোনয়ন ফরম বিতরণ শুরু

মনোনয়ন ফরম সংগ্রহের পর কয়েকজন

বিজনেজটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: সিটি কর্পোরেশন নির্বাচনে কাউ‌ন্সিলর ও সংর‌ক্ষিত ম‌হিলা কাউ‌ন্সিলর প‌দে বিএনপি’র মনোনয়ন পেতে আগ্রহীদের মধ্যে ফরম বিতরণ শুরু হয়েছে আজ বুধবার। তা চলবে কাল বৃহস্পতিবার বিকেল ৫টা পর্যন্ত।

মহানগর যুবদল সহ-সভাপতি শাহেদ আকবর মনোনয়ন ফরম নিচ্ছেন

কাজীর দেউড়ির নাসিমন ভবনে বিএনপির কার্যালয়ে প্রার্থীদের মাঝে ফরম বিতরণ শুরু হয়েছে  সকালে। মহানগর বিএন‌পির সভাপ‌তি ডা. শাহাদাত হো‌সেন, সাধারণ সম্পাদক আবুল হা‌শেম বক্করসহ বিএনপির নেতা-কর্মীরা এসময় উপস্থিত ছিলেন। আজ ফরম সংগ্রহকারীদের মধ্যে রয়েছেন: জাতীয়তাবাদী_যুবদল_চট্টগ্রাম_মহানগর শাখার সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেন ওয়ার্ড: ৪০ নং উত্তর পতেঙ্গা সহ-সভাপতি নুর আহম্মদ গুড্ডু ওয়ার্ড: ১২ নং সরাইপাড়া, সহ-সভাপতি- শাহেদ আকবর ওয়ার্ড : ১০ নং উত্তর কাট্টলী, সহ- সভাপতি -ইকবাল হোসেন সংগ্রাম ওয়ার্ড: ৩১ নং আলকরণ, সহ-সভাপতি- এম এ গফুর বাবুল ওয়ার্ড: ২৫ নং রামপুর, যুগ্ম সাধারণ সম্পাদক- এস এম জিয়া উল হুদা ওয়ার্ড: ৯ নং উত্তর পাহাড়তলী, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক-আজিজুল হক মাসুম ওয়ার্ড: ১৮ নং পূর্ব বাকলিয়া, সহ প্রচার সম্পাদক- মাহবুবুর রহমান ওয়ার্ড: ৭নং পশ্চিম ষোলশহর, সহ যোগাযোগ বিষয়ক সম্পাদক- মেজবাহ উদ্দিন চৌধুরী মিন্টু ওয়ার্ড: ৩৩ নং ফিরিঙ্গীবাজার, ১৩ পাহাড়তলী ওয়ার্ড যুবদলের আহবায়ক বাদশা আলমগীর ওয়ার্ড: ১৩ নং পাহাড়তলী, হালিশহর থানা যুবদল নেতা সোহরাব হোসেন শাহীন ওয়ার্ড: ১১ নং দক্ষিণ কাট্টলী।