Home Second Lead চট্টগ্রাম বন্দরসহ সমুদ্র উপকূলীয় অঞ্চল নিরাপদ: রিক্যাপ

চট্টগ্রাম বন্দরসহ সমুদ্র উপকূলীয় অঞ্চল নিরাপদ: রিক্যাপ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,

চট্টগ্রাম: চট্টগ্রাম বন্দরসহ বাংলাদেশের সমগ্র উপকূলীয় সমুদ্র অঞ্চলকে নিরাপদ ঘোষণা করেছে রিক্যাপ।

রিক্যাপ দক্ষিন ও পূর্ব এশিয়া অঞ্চলে চলাচলকারী জাহাজে জলদস্যুতা প্রতিরোধকারী সংস্থা। গত ১৫ জানুয়ারী প্রকাশিত তাদের ২০১৯ সালের প্রতিবেদনে ঐ অভিমত দেয়া হয়েছে প্রথমবারের মত।

চট্টগ্রাম বন্দরের সচিব ওমর ফারুক জানিয়েছেন, গত সোমবার ২০ জানুয়ারি বন্দর কর্তৃপক্ষের সাথে রিক্যাপের এক মত বিনিময় সভা হয়। রিক্যাপের ডেপুটি ডাইরেক্টর নিকোলাস লিওসহ পাঁচ সদস্যের একটি টিম উপস্থিত ছিলেন। এ সময় নিকোলাস জানান যে, সদস্যভূক্ত দেশসমূহের মধ্যে ২০১৯ সালে চীনে ৩টি, ভারতে ৪টি, ইন্দোনিশিয়ায় ২০টি, মালেশিয়ায় ৮টি, ফিলিপাইনে ৬টি এবং ভিয়েতনামে ২টি চুরি এবং জলদস্যুতার ঘটনা সংঘটিত হয়েছে। তবে,  বাংলাদেশে তা শূন্যের কোটায় । আরও জানান, ২০১৯ সালে নৌ-নিরাপত্তার ক্ষেত্রে বাংলাদেশের অর্জন জাপান ও সিঙ্গাপুরের পর্যায়ে রয়েছে। যে কোন মূল্যে এটা অক্ষুন্ন রাখতে হবে। তিনি বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌ বাহিনীকে উপকূলীয় অঞ্চলে জলদস্যুতা প্রতিহত করার সর্বাত্মক চেষ্টা অব্যাহত রাখার জন্য ধন্যবাদ জ্ঞাপন করেন। বন্দরের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা  আধুনিকায়ন করার জন্য তিনি প্রশংসা করেন কর্তৃপক্ষের।

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর শফিউল বারী (এনডিসি) পিএসসি, বি এন কে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে জলদস্যুতামুক্ত করার বিশেষ কৌশল অবলম্বনের জন্য আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করেন নিকোলাস ।