Home শিক্ষা অভিযোগ শ্লীলতাহানির, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

অভিযোগ শ্লীলতাহানির, ঢাবি শিক্ষার্থী বহিষ্কার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: শ্লীলতাহানির অভিযোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) জাতির জনক বঙ্গবন্ধু হলের এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। রোববার (২ এপ্রিল) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। বহিষ্কৃত শিক্ষার্থীর নাম সাকিন তানভীর। তিনি ১৭-১৮ সেশনের অপরাধ বিজ্ঞান বিভাগে অধ্যয়নরত।

 সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, যৌন নিপীড়ন ও জুনিয়রদের হেনস্তা করার অভিযোগ প্রমাণিত হওয়ায় সাকিন তানভীরকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।

অভিযুক্ত শিক্ষার্থীকে লিখিত জবাব প্রদানের কথা উল্লেখ করে সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সামযয়িকভাবে বহিষ্কৃত এই শিক্ষার্থীকে কৃত অপরাধের জন্য বিশ্ববিদ্যালয় থেকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না এই মর্মে ৭ কার্যদিবসের মধ্যে লিখিত জবাব প্রদানের জন্য বলা হচ্ছে।