Home আন্তর্জাতিক পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলা

পাকিস্তানে বিমান বাহিনীর ঘাঁটিতে জঙ্গি হামলা

বিজনেসটুড২৪ ডেস্ক

পাকিস্তানের পাঞ্জাবে বিমান বাহিনীর ঘাঁটিতে শনিবার ভোরে আত্মঘাতী জঙ্গি হামলা হয়েছে। হামলায় এখনও পর্যন্ত তিন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে।

পঞ্জাব প্রদেশের মিয়ানওয়ালিতে বিমান বাহিনীর ঘাঁটি কেঁপে ওঠে গুলির শব্দে। প্রায় ছ’জন সশস্ত্র জঙ্গি ঘাঁটিতে ঢুকে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে বলে অভিযোগ। হামলার দায় স্বীকার করেছে তেহরিক-ই-জিহাদ নামে তালিবান সমর্থিত এক জঙ্গিগোষ্ঠী। তিন জঙ্গির মৃত্যুর খবর পাওয়া গেলেও এখনও সেখানে রয়েছে আরও তিন জঙ্গি। তাদের সঙ্গে সেনাবাহিনীর গুলির লড়াই চলছে।

ঘটনা প্রসঙ্গে পাকিস্তান সেনাবাহিনীর মুখপাত্র আন্তর্জাতিক সংবাদসংস্থাকে জানিয়েছে যে, পাক সেনার সঙ্গে গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। অপর ৩ জনকেও পাকড়াও করা হয়েছে।

সেই সংক্রান্ত বেশ কিছু ভিডিয়ো ছড়িয়ে পড়েছে সোশাল মিডিয়ায়।

২০১৬ সালের ২ জানুয়ারি ভারতের পাঠানকোট বিমানঘাঁটিতে আত্মঘাতী হামলা চালিয়েছিল জঙ্গিরা। প্রায় ১৮ ঘণ্টা ধরে চলা গুলির লড়াইয়ে মোট ১৩ জনের মৃত্যু হয়। এর মধ্যে ৬ ছিলেন নিরাপত্তারক্ষী। একজন সাধারণ নাগরিকও প্রাণ হারান। নিহত হয় ৬ হামলাকারী।