Home সারাদেশ রামগড়ে বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় সিএনজি বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

রামগড়ে বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় সিএনজি বন্ধ, দুর্ভোগে যাত্রীরা

মোঃ মাসুদ রানা, রামগড় (খাগড়াছড়ি): খাগড়াছড়ির রামগড়ে পরিবহন ব্যবস্থা লাইসেন্সবিহীন সিএনজি চালকদের একচেটিয়া নিয়ন্ত্রণে বিপাকে পড়েছে সাধারণ মানুষ। ঈদুল আযহাকে সামনে রেখে তারা বাড়তি ভাড়া আদায় শুরু করেন। প্রশাসনিক কর্তৃপক্ষ বা কোনকিছুর ধার ধারেন না তারা। ঈদের পর এক সপ্তাহ পার হলেও অতিরিক্ত ভাড়া ছাড়া সিএনজির চাকা ঘুরে না।

যাত্রীসাধারণ বাড়তি ভাড়ার প্রতিবাদ করায় চালকরা হঠাৎ সিএনজি চলাচল বন্ধ করে দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন রামগড়-বারৈয়ারহাট রুটের যাত্রীরা।

১৩ জুন বিকাল থেকে রামগড় স্টেশনে কোনো সিএনজি পাওয়া যাচ্ছে না। সরেজমিন ঘুরে দেখা যায়, যাত্রীদের ভিড় থাকলেও একটিও সিএনজি গাড়ি রাস্তায় নেই। স্থানীয়দের অভিযোগ, যাত্রীদের কাছ থেকে দ্বিগুণ ভাড়া দাবি করছিল সিএনজি চালকরা। কেউ কেউ প্রতিবাদ করার জেরে পরিবহন বন্ধ রেখেছে একটি প্রভাবশালী সিন্ডিকেট।

এই সংকটে বিকেলে যাত্রীদের দুর্ভোগের খবর পেয়ে স্টেশনে ছুটে যান রামগড় উপজেলা বিএনপির নেতারা। পৌর বিএনপির সভাপতি মোঃ জসিম উদ্দিনের নেতৃত্বে বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের সদস্যরা বিকল্প পরিবহন হিসেবে মাহিন্দ্র গাড়ির ব্যবস্থা করেন। কিছু যানবাহন চালু করায় যাত্রীচাপ কিছুটা কমে আসে। যাত্রীরা নেতাদের ধন্যবাদ জানিয়ে এই বিকল্প ব্যবস্থাকে অব্যাহত রাখার অনুরোধ জানান।

পরে ঘটনাস্থলে আসেন রামগড় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইসমত জাহান তুহিন। তিনি জানান, “বিষয়টি গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। সিএনজি চালক ও মালিকদের সঙ্গে বৈঠক করে দ্রুত সমাধানের চেষ্টা করা হবে। এ ছাড়া তাৎক্ষণিকভাবে যাত্রীদের সহযোগিতায় এগিয়ে আসায় সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই।”

স্থানীয় সচেতন মহলের অভিযোগ, দীর্ঘদিন ধরে রামগড়ের সিএনজি পরিবহন একটি অনিয়ন্ত্রিত সিন্ডিকেটের দখলে। লাইসেন্সবিহীনভাবে চলা এসব পরিবহনের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণে কর্তৃপক্ষ রহস্যজনকভাবে নিরব। এত স্পষ্ট যে এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে প্রশাসনিক কর্তৃপক্ষ উদাসীন অথবা এ ব্যাপারে তাদের প্রচ্ছন্ন সায় রয়েছে। নতুবা  বিনা লাইসেন্সে দিনের পর দিন মাসের পর মাস এসব সিএনজি অটোরিকসা চলাচল করে কীভাবে- এই প্রশ্ন যাত্রী সাধারণের।