বিজনেসটুডে২৪ ডেস্ক
করোনার থেকেও ভয়ঙ্কর অতিমারি ছড়িয়েছে পড়বে তার আশঙ্কা অনেক আগে থেকে আছে। কিন্তু সেই রোগের ভয়াবহতা ঠিক কেমন হবে, তার আন্দাজ এতদিনে হল। বিজ্ঞানীরা তাই চিন্তিত। নতুন করে বার্ড ফ্লু-র আতঙ্ক গ্রাস করেছে তাদের, যা কোভিডের থেকে ১০০ গুণ বেশি হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ব্রিটেনের এক সংবাদমাধ্যমে সম্প্রতি এমনই রিপোর্ট প্রকাশ করা হয়েছে।
২০২০ সালের গোড়া থেকে গোটা বিশ্ব প্রায় স্তব্ধ হয়ে গেছিল। করোনার ভয়াবহতা কেমন ছিল তা আলাদা করে বলার নয়। ৪ বছর অতিক্রান্ত হওয়ার পরও সেই মহামারির উৎস নিয়ে আলোচনা এখনও চলছে। এই পরিস্থিতির মধ্যে বিজ্ঞানীরা আগেও দাবি করেছেন যে, আরও মহামারি আসতে চলেছে। এবার বার্ড ফ্লু নিয়ে নতুন করে চিন্তা বাড়ল।
পিটসবার্গের এক গবেষক জানাচ্ছেন, এইচ৫এন১ ভাইরাস খুব দ্রুত পশুদেহ থেকে মানবদেহে ছড়িয়ে পড়ার ক্ষমতা রাখে। এই মুহূর্তে বিশ্বের নানা জায়গায় পশুদের মধ্যে এই ভাইরাস ছড়িয়ে পড়ার খবর মিলেছে। তাঁর সতর্কবার্তা, এখন থেকে বিষয়টি নিয়ে তৎপর না হলে আগামী দিনে ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি হবে।
আরও এক গবেষক জন ফুলটনের বক্তব্য, নতুন করে যে বার্ড ফ্লু সংক্রমণ ছড়ানোর আশঙ্কা তাতে মৃত্যু হারও বেশি হবে। পশু-পাখি থেকে মানবদেহে এই ভাইরাস ছড়িয়ে পড়ার পর প্রাথমিকভাবে তা আরও ভয়ানক রূপ নেবে। এই প্রেক্ষিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি রিপোর্ট আরও বেশি কপালে ভাঁজ ফেলেছে গবেষক-বিজ্ঞানীদের।
‘হু’ বলছে, এইচ৫এন১ ভাইরাসে আক্রান্ত হওয়া প্রতি ১০০ জনের মধ্যে ৫২ জনের মৃত্যু হয়েছে ২০০৩ সাল থেকে। মৃত্যুহার ৫০ শতাংশ! তাই এই ভাইরাস থেকেই যদি নতুন করে মহামারি শুরু হয় তাহলে তার শেষ কোথায় গিয়ে হবে, তা আন্দাজ করা মুশকিল।