বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সিটি মেয়র আ জ ম নাছির উদ্দিন বললেন, ‘দলীয় মনোনয়ন না পেয়ে কোনোভাবে আমি বিক্ষুব্ধ বা হতাশ নই। তবে, আমি ষড়যন্ত্র, অপপ্রচার, মিথ্যাচার এবং অপরাজনীতির শিকার।
আজ মঙ্গলবার দুপুরে প্রেসক্লাবে সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে একথা বলেন তিনি। আরও বলেন, ‘মেয়রের পদ বড় না, রাজনীতিটাই বড়। কেউ যদি বলত তিনি মেয়র হতে চান, আমি ছেড়ে দিতাম। তবে একটি বিষয় কষ্ট দিয়েছে। যে সংগঠনের জন্য জীবন-যৌবন দিয়েছি, তারাই আমাকে বঙ্গবন্ধুর খুনির দোসর বানাতে ওঠেপড়ে লেগেছে। অথচ আমি প্রথম পরিকল্পনা করে বঙ্গবন্ধুর খুনি কর্নেল (অব) রশিদের সভায় হামলা চালিয়েছিলাম। ফ্রিডম পার্টির নেতাকর্মীদের খুঁজে বের করে চট্টগ্রাম থেকে তাড়িয়েছিলাম। বঙ্গবন্ধুকে হত্যার পর ‘৭৬ সালের জানুয়ারি মাসে সর্বপ্রথম আমরা ৫-৬ জন মিলে মিছিল করেছিলাম।
নাছির উদ্দিন বলেন, মনে রাখতে হবে– আমরা অনেক আন্দোলন-সংগ্রামের মধ্য দিয়ে তৈরি হয়েছি। আরেকজন আ জ ম নাছির তৈরি করতে অনেক বছর লাগবে।
নাছির জানান, সামাজিক যোগাযোগ মাধ্যমে তার বিরুদ্ধে মিথ্যা প্রচার দেখে তিনি আঘাত পেয়েছেন। “বঙ্গবন্ধুর খুনিদের কোনও আত্মীয়ের সঙ্গে তোলা আমার একটি ছবি ভাইরাল করা হয়েছে।”
এ প্রসঙ্গে তিনি বলেন, “এটা শতভাগ মিথ্যা। আমি সেই ব্যক্তিকে চিনি না।” “আমি যখন কোনো অনুষ্ঠানে যাই, অনেক লোক আমার কাছে আসেন। অনেকেই আমার সঙ্গে ছবি তোলেন, যাদের আমি চিনি না,” বলেন তিনি। দাবি করেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের সঙ্গে তার সম্পর্ক রয়েছে, এমন অপপ্রচার চালানোর জন্য ষড়যন্ত্র করে ছবি ভাইরাল করা হয়েছে।
চসিক নির্বাচনে এবারও মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন বর্তমান সিটি মেয়র নাছির। আওয়ামী লীগ তাকে মনোনয়ন না দিয়ে দিয়েছেন নগর কমিটির যুগ্ম সম্পাদক এম রেজাউল করিম চৌধুরীকে।