Home Third Lead বিদ্যা বালান কলকাতায়

বিদ্যা বালান কলকাতায়

বিদ্যা বালান

কলকাতা:কলকাতায় আসছেন বলিউড অভিনেত্রী বিদ্যা বালান। আজ শুক্রবারে আসছেন বলে সূত্রের খবর।

সন্ধ্যা ৭.৫০ মিনিট নাগাদ এয়ারপোর্টে নামবেন তিনি। ১৪ তারিখ পাঁচটায় কালীঘাট মন্দিরে পুজো দেবেন তিনি। যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়িতে।

এর আগে বলিউডের সলমন থেকে শাহরুখ সকলেই এসেছেন মুখ্যমন্ত্রীর বাড়িতে। বর্তমানে চোট পেয়ে বাড়িতে রয়েছেন মুখ্যমন্ত্রী। ১৪ তারিখ শনিবার সন্ধ্যা ৭ টায় শ্রী ভূমি এইচ.বি ব্লকের পুজোয় যাওয়ার কথা রয়েছে বিদ্যা বালানের।

১৫ তারিখ সকাল ১০.১৫-য় ফিরে যাবেন তিনি।