Home First Lead বুড়িগঙ্গায় লঞ্চডুবি: তেত্রিশ জনের লাশ উদ্ধার

বুড়িগঙ্গায় লঞ্চডুবি: তেত্রিশ জনের লাশ উদ্ধার

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: বুড়িগঙ্গায় লঞ্চডুবির ঘটনায় এ পর্যন্ত তেত্রিশ জনের লাশ উদ্ধার করা হয়েছে।  এদের মধ্যে আট জন নারী ও তিন জন শিশু।

নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সোমবার দুপুর ২টার দিকে কোস্টগার্ড এ তথ্য জানিয়েছে।

রাজধানীর শ্যামবাজার এলাকায় বুড়িগঙ্গা নদীতে অর্ধশত যাত্রী নিয়ে মর্নিং বার্ড নামে লঞ্চটি ডুবেছে সকাল ১০টার  দিকে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা-চাঁদপুর রুটের ময়ূর-২ নামের একটি লঞ্চের ধাক্কায়  মর্নিং বার্ড নামে ওই লঞ্চটি ডুবে যায়।

কয়েকজন যাত্রী সাঁতরে পাড়ে উঠলেও অধিকাংশই নিখোঁজ হন।

লঞ্চ দুর্ঘটনায় হতাহতদের দ্রুত উদ্ধার, চিকিৎসা ও উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানিয়েছে বাংলাদেশ যাত্রী কল্যাণ সমিতি।

 গণমাধ্যমে প্রেরিত এক বিবৃতিতে সংগঠনের মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী এই দাবী জানান।

বিবৃতিতে তিনি বলেন, দীর্ঘদিন যাবত ছোট ছোট ডিঙ্গি নৌকায় সরদঘাটের এপার থেকে ওপারে যাতায়াতে প্রায়শ ছোট ছোট দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানী ও হতাহতের ঘটনা ঘটলেও কর্তৃপক্ষের উদাসীনতায় ভয়াবহ দুর্ঘটনা বেড়েই চলেছে।

তিনি এহেন দুর্ঘটনা বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের পাশাপাশি হতাহতদের দ্রুত উদ্ধার ও বিনামূল্যে সুচিকিৎসা নিশ্চিত করা, এই ভয়াবহ দুর্ঘটনার জন্য দায়ীদের চিহ্নিত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবী জানান।

তিনি নিহতদের লাশ নৌ-পরিবহন মন্ত্রণালয়ের খরচে প্রত্যেক পরিবারের কাছে পৌছে দেওয়া এবং হতাহতদের পরিবারের কাছে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদানের দাবী জানান।