বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: আজ সোমবার থেকে শুরু হচ্ছে বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন। আর্থিক লেনদেন সরাসরি এজেন্সির ব্যাংক একাউন্টে করতে বলা হয়েছে।
মধ্যস্বত্ত্বভোগী, কথিত গ্রুপ লিডার, মোয়াল্লেমদের ব্যাপারে হজযাত্রীদের সতর্ক করে দিয়েছে ধর্ম মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের হজ অনুবিভাগ সূত্রে জানা যায়, বেসরকারি ব্যবস্থাপনায় হজযাত্রী নিবন্ধন আগামী ১৫ মার্চ পর্যন্ত চলবে।
নিবন্ধন করতে মেসিন রিডেবল পাসপোর্ট থাকতে হবে। মেয়াদ থাকতে হবে ২০২১ সালের ১ ফেব্রুয়ারি পর্যন্ত।
প্রাক-নিবন্ধনের সময় গৃহীত ৩০,৭৫২ টাকার মধ্যে নিবন্ধন ফি বাবৎ ২ হাজার টাকা সমন্বয় করে অবশিষ্ট ২৮,৭৫২ টাকা প্যাকেজ মূল্যের সাথে সমন্বয় করা হবে। এরমধ্যে জমজম পানি, ১ শতাংশ অতিরিক্ত বাড়িভাড়া, স্থানীয় সার্ভিস চার্জ, হজযাত্রী কল্যাণ তহবিল, প্রশিক্ষণ ফি এবং প্রাক নিবন্ধন ফি খাতে সর্বমোট ৪,৩৮৬.৭৫ টাকা কর্তন করে অবশিষ্ট ৩০,৭৫২ টাকা সৌদি আরবে প্রদেয় বিভিন্ন সার্ভিস চার্জ ও পরিবহন ফি ইভান এর মাধ্যমে পরিশোধের জন্য হজ এজেন্সির বিপরীতে সংশ্লিষ্ট হজ এজেন্সির ব্যাংক হিসাবে স্থানান্তর করা হবে।