Home টপ নিউজ ব্রিকফিল্ড রোডে বিস্ফোরণে নিহত ৭, আহত ২৫

ব্রিকফিল্ড রোডে বিস্ফোরণে নিহত ৭, আহত ২৫

চট্টগ্রাম,১৭ জুলাই(বিজনেসটুডে২৪)আজ রবিবার নগরীর পাথরঘাটার ব্রিকফিল্ড রোডে এক ভবনে বিস্ফোরণে দেয়াল ধসে কমপক্ষে ৭ জন নিহত এবং আরও ২৫ জন আহত হয়েছে। বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার থেকে অথবা গ্যাসের পাইপলাইনে হয়েছে বলে ধারণা করা হচ্ছে।পুলিশ জানিয়েছে, সকাল ৯টার দিকে এই ঘটনা ঘটে ধনা বড়ুয়ার পাঁচ তলা ভবনের নিচ তলায় ।প্রত্যক্ষদর্শী ফায়ার সার্ভিস জানায়, বিস্ফোরণের পর ভবনের একটি দেয়াল ধসে পাশের রাস্তা বাড়ির ওপর গিয়ে পড়ে। ঘটনায় দুই ভবনের বাসিন্দা পথচারীরা হতাহত হন মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির পরিদর্শক জহিরুল ইসলাম বলেন, গুরুতর আহত অবস্থায় সাতজনকে হাসপাতালে আনা হয়। পরে তাদের মৃত ঘোষণা করেন চিকিৎসকনিহতদের মধ্যে জন পুরুষ একজন শিশু রয়েছে। এদের একজনের পরিচয় জানা গেছে। তাঁর নাম নুরুল ইসলাম (৩০) তিনি পেশায় রাজমিস্ত্রি। ঘটনার সময় তিনি রাস্তায় ছিলেন। দেয়ালধসের ঘটনায় তিনি চাপা পড়ে নিহত হন তাৎক্ষণিকভাবে অন্যদের নামপরিচয় জানা যায়নি নিহতের সংখ্যা আরো বাড়তে পারেগুরুতর আহত ২৫জন হাসপাতালে চিকিৎসার জন্য ভতি রয়েছে।

পুলিশ জানায়, এখনো নিশ্চিত করে কিছু বলা যাচ্ছে না বিস্ফোরণের কারণ নিয়ে।বিস্ফোরণের পর সংলগ্ন একটি ভবনের দেয়াল ধসে পড়ে। এছাড়া সংলগ্ন আরো দুইটি ভবনের বাসিন্দাদের নিরাপদ অবস্থানে সরিয়ে নেয়া হয়েছে। বিস্ফোরণ গ্যাস সিলিন্ডার থেকে হয়েছে, না গ্যাসের পাইপলাইনে হয়েছে সে বিষয়ে এখনো নিশ্চিত হওয়া যায়নি। ভবনের একাংশের দেয়াল ধসে পড়েবিস্ফোরণে।

ফায়ার সার্ভিস ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেঘটনার কারণ অনুসন্ধানে সিটি কর্পোরেশন এবং অন্যান্য বিশেষজ্ঞদের ডাকা হয়েছে বলে জানা গেছে।