Home Third Lead মাশরাফীর স্ত্রী সুমিও করোনায় আক্রান্ত

মাশরাফীর স্ত্রী সুমিও করোনায় আক্রান্ত

সুমনা হক সুমি

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও করোনায় আক্রান্ত হয়েছেন।

মাশরাফী বিন মোর্ত্তজার বাবা গোলাম মোর্ত্তজা স্বপন এই তথ্য জানিয়েছেন।

প্রথমে মাশরাফীর শাশুড়ি ও এক নিকটাত্মীয়, এরপর তিনি নিজে এবং ছোট ভাই করোনা আক্রান্ত হয়েছেন। এখন আক্রান্ত মাশরাফীর স্ত্রী সুমনা হক সুমিও।

মঙ্গলবার মাশরাফীর বাবা গোলাম মোর্ত্তজা স্বপন জানিয়েছেন, দুই দফা নমুনা পরীক্ষা করেও নেগেটিভ হননি মাশরাফী।  রাজধানীর মিরপুরের বাসাতেই চিকিৎসা চলছে তাদের।