বিজনেসটুডে২৪ প্রতিনিধি
চট্টগ্রাম: সেনাবাহিনীর মেজর (অব.) সিনহা মো. রাশেদ খান হত্যা ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয় গঠিত কমিটি ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন দেবে ।
কমিটি এ পর্যন্ত ৬০ জনের বেশি সাক্ষীর সঙ্গে কথা বলেছে। রবিবার হয়েছে গণশুনানি।
টেকনাফের শামলাপুরে গণশুনানিতে ৯ জনের সাক্ষ্য নেয়া হয়েছে। প্রত্যক্ষদর্শী হিসেবে তারা নাম দেন কমিটির কাছে। তবে, প্রত্যক্ষদর্শী হিসেবে যাওয়া দু’জনকে বিশ্বাস না হওয়ায় সাক্ষ্য নেয়া হয়নি। সকাল সাড়ে ১১টা থেকে প্রায় ৭ ঘণ্টা গণশুনানি হয়েছে।
শুনানি শেষে তদন্ত কমিটির আহ্বায়ক চট্টগ্রামের অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, ‘আমরা আমাদের তদন্তের প্রায় শেষ দিকে এসে পৌঁছেছি। ২৩ আগস্টের মধ্যে প্রতিবেদন তৈরি করে জমা দিতে পারবো আশা করি।’ আগামীতে অনুরূপ ঘটনা ঠেকাতে সুপারিশও থাকবে তদন্ত প্রতিবেদনে।
রবিবার সকাল সাড়ে ৯টা হতে গণশুনানিস্থলে আসা শুরু করেন সবাই। বক্তব্য দিতে আগ্রহীরা নাম রেজিস্ট্রেশন বুথে যান। গণশুনানি উপলক্ষে মেরিন ড্রাইভের শাপলাপুর এলাকা, ক্যাম্পস্থল এবং আশপাশে কঠোর নিরাপত্তা বলয় তৈরি করা হয়।