Home পর্যটন রাজনগর রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড: ভিডিও ভাইরাল, প্রশাসনের তালা

রাজনগর রিসোর্টে অনৈতিক কর্মকাণ্ড: ভিডিও ভাইরাল, প্রশাসনের তালা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি, মৌলভীবাজার: মৌলভীবাজারের রাজনগর উপজেলার ‘রাজনগর রিসোর্ট অ্যান্ড কফি হাউস’ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে প্রশাসন। সম্প্রতি অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ উঠলে এবং সেটি ভিডিওসহ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয় ক্ষোভের মুখে প্রশাসন এ সিদ্ধান্ত নেয়।

ঘটনার সূত্রপাত ৮ জুন, ঈদের ছুটির দিন। বেড়াতে যাওয়া কয়েকজন পর্যটক রিসোর্টের একটি কক্ষে সন্দেহজনক কিছু দেখার পর ভিডিও ধারণ করেন। পরে তাঁরা ঘটনাটি সরাসরি ফেসবুক লাইভে সম্প্রচার করলে তা মুহূর্তে ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায়, রিসোর্ট স্টাফদের নির্দিষ্ট কক্ষে কয়েকজন নারী অবস্থান করছেন, যাদের বাইরে থেকে তালাবদ্ধ করে রাখা হয়েছে বলে অভিযোগ।

লাইভ চলাকালে পর্যটকদের সঙ্গে রিসোর্ট স্টাফদের বাগ্‌বিতণ্ডাও হয়। এই ঘটনার পর রাতেই রাজনগর থানা পুলিশ রিসোর্টটি তালাবদ্ধ করে দেয় এবং পর্যবেক্ষণে নেয়।

স্থানীয়দের ভাষ্য, রিসোর্টটিতে দীর্ঘদিন ধরেই অপসংস্কৃতি ও অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ থাকলেও প্রমাণের অভাবে প্রশাসনের হস্তক্ষেপ ছিল সীমিত। এবার ভিডিও প্রমাণ সামনে আসায় সাধারণ মানুষের ক্ষোভ চরমে পৌঁছায়। স্থানীয় জনপ্রতিনিধিরাও প্রকাশ্যে উদ্বেগ জানান। অনেকে বলেন, এই ধরনের রিসোর্টের আড়ালে অপরাধের আখড়া গড়ে উঠছে, যা এলাকার শান্তিপূর্ণ পরিবেশকে ব্যাহত করছে।

রিসোর্টের মালিক আনকার মিয়া সাংবাদিকদের জানান, ঘটনার পর তিনি নিজের ও তার প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে শঙ্কায় রয়েছেন। ভবিষ্যতে রিসোর্ট পরিচালনায় সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আশ্বাস দিয়ে তিনি আইনি সহায়তা চেয়েছেন।

রাজনগর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা বলেন, রিসোর্ট বন্ধের নির্দেশনা কার্যকর করা হয়েছে। তদন্ত চলছে, সংশ্লিষ্ট দোষীদের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

স্থানীয় বাসিন্দারা প্রশাসনের তাৎক্ষণিক পদক্ষেপে সন্তোষ প্রকাশ করলেও ভবিষ্যতের জন্য কঠোর নজরদারি ও নিয়মিত তদারকির দাবি জানিয়েছেন।

এই প্রতিবেদনটি আপনার মতামত গঠন করতে সহায়ক হলে লাইক করুন, শেয়ার করুন আপনার বন্ধুদের সঙ্গে। দেশজুড়ে ঘটে চলা এমন আরও খবর জানতে প্রতিদিন ভিজিট করুন বিজনেসটুডে২৪.কম