Home First Lead করোনাভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই : ডা. ফ্লোরা

করোনাভাইরাস নিয়ে আতংকিত হওয়ার কিছু নেই : ডা. ফ্লোরা

ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: ‘আইইডিসিআরে সরাসরি চলে আসবেন না, হটলাইনে কল করুন।’

আইইডিসিআর পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বিদেশ ফেরতদের প্রতি এই অনুরোধ জানিয়ে বলেন, যাদের শরীরে করোনার লক্ষণ আছে, আক্রান্ত দেশ থেকে এসেছেন তারা যেন আইইডিসিআরে সরাসরি চলে না আসেন। তারা হটলাইনে কল করুন। কারণ, আপনার শরীরে করোনাভাইরাস থাকলে অন্যরা সংক্রমিত হতে পারে। আমরা বাড়ি গিয়ে নমুনা সংগ্রহ করব। পরবর্তীতে ইমেইল ও ফোনে রিপোর্ট জানিয়ে দেব।

শুক্রবার সকালে আইইডিসিআরের অডিটোরিয়ামে করোনাভাইরাস পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে প্রতিষ্ঠানটির পরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা  আরও বলেন, দেশে করোনাভাইরাসে আক্রান্ত তিনজনের মধ্যে দুজন পুরোপুরি সুস্থ হয়ে উঠেছেন। তাদের একজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। করোনাভাইরাসে আক্রান্ত তৃতীয় রোগী এখনও ভাইরাসমুক্ত হননি, তার চিকিৎসা চলছে।

ডা. ফ্লোরা বলেন, করোনা ভাইরাসে আক্রান্ত নতুন কেউ আর শনাক্ত হয়নি। আমরা প্রস্তুতি নিয়ে রেখেছি। এটি নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।

করোনাভাইরাসে বয়োবৃদ্ধদের মৃত্যুর ঝুঁকি বেশি বলেও সংবাদ সম্মেলনে জানানো হয়। চীন, দক্ষিণ কোরিয়া, ইতালি ও ইরানসহ বিশ্বের বিভিন্ন দেশে ভাইরাসটির সংক্রমণের পরিসংখ্যান ও তথ্য সংবাদ সম্মেলনে তুলে ধরেন আইইডিসিআর’র পরিচালক।