বিজনেসটুডে২৪ ডেস্ক: যখন পাকিস্তানে নারীদের ক্রিকেট ঠিক প্রথম পা ফেলছে, তখন সামনে থেকে নেতৃত্ব দিচ্ছিলেন একজন সাহসী মেয়ে, সানা মির। স্বপ্ন, দৃঢ়তা আর সম্ভাবনার প্রতীক হয়ে তিনি হয়ে উঠেছিলেন দেশের কোটি নারীর অনুপ্রেরণা।
সেই দীর্ঘ পথচলার সবচেয়ে বড় স্বীকৃতি এল সোমবার। সানা মিরকে আইসিসি’র হল অব ফেমে অন্তর্ভুক্ত করা হয়েছে। তিনি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার হিসেবে এই সম্মাননা পেলেন।
‘যেদিন স্বপ্ন ছিল শুধু একটা নারী দল হবে’
আইসিসি-কে দেওয়া প্রতিক্রিয়ায় আবেগময় সানা বলেন, “ছোটবেলায় ভাবতাম, যদি একদিন আমাদের একটা নারী ক্রিকেট দলই গড়ে ওঠে! আজ আমি দাঁড়িয়ে আছি সেইসব কিংবদন্তিদের পাশে, যাদের একদিন দূর থেকে মুগ্ধ হয়ে দেখতাম। এ যেন এক অকল্পনীয় মুহূর্ত।”

তিনি আরও বলেন, “এই সম্মাননা পেয়ে আমি কৃতজ্ঞ। এখন আমার স্বপ্ন, ক্রিকেটকে ফিরিয়ে দিতে চাই, যে কোনোভাবে, যতটুকু পারি।”
রেকর্ডের বাইরেও একজন পথপ্রদর্শক
১৫ বছরের ক্যারিয়ারে সানা মির পাকিস্তানের হয়ে ১২১টি ওয়ানডেতে ১৫০টি উইকেট নেন, ২৪০০-র বেশি রানও সংগ্রহ করেন। টি-টোয়েন্টিতে তার শিকার ৮৯ উইকেট। তিনি প্রথম পাকিস্তানি নারী ক্রিকেটার যিনি ওয়ানডেতে ১০০ উইকেটের মাইলফলক ছুঁয়েছিলেন।
তিনি আট বছর পাকিস্তানের নারী দলের অধিনায়ক ছিলেন। ২০১০ ও ২০১৪ সালে তার নেতৃত্বেই পাকিস্তান এশিয়ান গেমসে সোনার পদক জয় করে। ২০১৮ সালে তিনি আইসিসির ওয়ানডে বোলিং র্যাঙ্কিংয়ের শীর্ষে পৌঁছান। এমন অর্জন আগে কোনো পাকিস্তানি নারী করেননি।
বিশ্বের এক নম্বর দল অস্ট্রেলিয়ার বিরুদ্ধে এক সিরিজে ৭ উইকেট শিকার করে তিনি আলোচনায় আসেন। তার ক্যারিয়ারের সেরা ওয়ানডে বোলিং ৫ উইকেট ৩২ রান দিয়ে, নেদারল্যান্ডসের বিপক্ষে। টি-টোয়েন্টিতে ৪ উইকেট ১৩ রানে, আয়ারল্যান্ডের বিপক্ষে।
মাঠের বাইরেও নেতৃত্ব
ক্রিকেটের বাইরেও সানা ছিলেন একজন সোচ্চার কণ্ঠ। শরীর নিয়ে নেতিবাচক মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ করেছেন, মানসিক স্বাস্থ্য নিয়ে কথা বলেছেন। কোভিড মহামারিতে অসহায় মানুষদের পাশে দাঁড়িয়েছেন।
তিনি ছিলেন কেবল একজন ক্রিকেটার নন, ছিলেন পরিবর্তনের দূত। তার সম্মানে কোয়েটার বুগতি স্টেডিয়ামে একটি গ্যালারি এখন তার নামেই।
আজ পাকিস্তানের প্রতিটি মেয়ের স্বপ্ন, যে একদিন ব্যাট বা বল তুলে নিতে চায়, তাদের জন্য সানা মির এক অনন্য উদাহরণ।
📢 আপনার মতামত আমাদের কাছে গুরুত্বপূর্ণ
এই প্রতিবেদনটি ভালো লাগলে শেয়ার করুন বন্ধুদের সঙ্গে। নারী ক্রিকেটের ইতিহাস গড়া আরও গল্প পেতে লাইক দিন, ফলো করুন বিজনেসটুডে২৪.কম