Home Third Lead সুরক্ষা সামগ্রী নিয়ে বন্দর কর্মকর্তাদের পাশে চেম্বার ভিপি তরফদার আমিন

সুরক্ষা সামগ্রী নিয়ে বন্দর কর্মকর্তাদের পাশে চেম্বার ভিপি তরফদার আমিন

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদের কাছে সুরক্ষা সামগ্রীর প্যাকেট হস্তান্তর করছেন সাইফপাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: চলমান করোনাভাইরাস পরিস্থিতিতে স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী নিয়ে চট্টগ্রাম বন্দর কর্মকর্তাদের পাশে এসে দাঁড়ালেন চিটাগাং চেম্বারের ভাইস-প্রেসিডেন্ট, সাইফপাওয়ারটেক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মো. রুহুল আমিন।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শেখ মোহাম্মদ আবুল কালাম আজাদের হাতে তিনি সুরক্ষা সামগ্রী তুলে দেন। বন্দর চেয়ারম্যান সাইফপাওয়ারটেককে ধন্যবাদ জানান।

সাইফ পাওয়ারটেক লিমিটেড’র পক্ষ  থেকে দেয়া এসব সামগ্রীর মধ্যে রয়েছে ওয়াশেবল পিপিই,  ২৫ পিস, হ্যান্ড গ্লাভস ২০০পিস, সার্জিক্যাল মাস্ক ৫০০পিস, সার্জিক্যাল গগলস ২৫পিস এবং  থার্মাল স্ক্যানার ২৫পিস।  বন্দর কর্মকর্তাদের জন্য এগুলো দেয়া হয়েছে। বুধবার সকালে বন্দর ভবনে এ সময়ে সাইফপাওয়ারটেক লিমিটেডের কয়েকজন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

সাইফপাওয়ারটেক চট্টগ্রাম বন্দরের বৃহত্তম টার্মিনাল অপারেটর।