Home আন্তর্জাতিক সোলেমানি নিহত হওয়ার জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি

সোলেমানি নিহত হওয়ার জেরে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম বৃদ্ধি

ছবি সংগৃহীত

বিশ্বব্যাপী জ্বালানি তেলের দর প্রায় ৪ শতাংশ বেড়ে গেছে। ইরানের রেভোলিউশনারি গার্ডসের অভিজাত বাহিনী কুদস ফোর্সের প্রধান কাসেম সোলেমানি ইরাকে নিহত হওয়ার এই প্রভাব পড়েছে তেলের বাজারে হামলার পরপর বিশ্বব্যাপী তেলের দাম প্রায় বেড়ে যায়

বিবিসি জানায়, ইরান প্রতিশোধ নেওয়ার ঘোষণায় এই অঞ্চলে অস্থিরতা বাড়বে। ফলে জ্বালানির বাজারে এর বিরূপ প্রভাব পড়বে। শুক্রবার চার শতাংশ বেড়ে প্রতি ব্যরেল অপরিশোধিত জ্বালানির দর ৬৯ দশমিক ৫০ ডলারে উঠেছে। মধ্য সেপ্টেম্বরের পর অপরিশোধিত জ্বালানির এটাই সর্বোচ্চ দর।

অন্যদিকে তেল কোম্পানির শেয়ার দরও বেড়েছে। শুক্রবার লন্ডন স্টক এক্সচেঞ্জে বিপি প্রতিষ্ঠানের শেয়ার দর বেড়েছে দেড় শতাংশ, রয়েল ডাচ শেল প্রতিষ্ঠানের দর বেড়েছে ১ দশমিক ৪ শতাংশ।

বিজনেসটুডে২৪ ডেস্ক