Home আগরতলা সৌমিত্র চট্ট্যোপাধ্যায়ের করোনা জয়

সৌমিত্র চট্ট্যোপাধ্যায়ের করোনা জয়

বিজনেসটুডে২৪ ডেস্ক

বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় করোনাকে জয় করলেন ।

বুধবার তাঁর কোভিড পরীক্ষা করা হয়েছিল। রিপোর্ট এসেছে নেগেটিভ।

বেলভিউ হাসপাতাল সূত্রে খবর চিকিৎসাতেও সাড়া দিচ্ছেন সৌমিত্রবাবু। করোনা আক্রান্ত হওয়ার ১৪ দিনের মাথায়  কোভিড টেস্ট হয় অভিনেতার। তাতেই রিপোর্ট নেগেটিভ এসেছে।

চিকিৎসকরা জানিয়েছেন, আশার কথা এটাই যে সৌমিত্রবাবু চিকিৎসায় সাড়া দিচ্ছেন। তিনি চোখ মেলেছেন। তাঁর শরীর সংক্রমণ কমছে এবং অন্যান্য অঙ্গপ্রত্যঙ্গও ভালভাবে কাজ করছে। তবে সামান্য জ্বর রয়েছে তাঁর।