বিজনেসটুডে২৪ ডেস্ক
বিশ্ব মুসলিমের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব হজ কার্যক্রম সীমিতভাবে পালনের ব্যাপারে ঘোষণা দিয়েছে সৌদি সরকার। কেবল সৌদি আরবে অবস্থানরতরাই এই সুযোগ পাবেন।
অর্থাৎ সৌদি নাগরিক এবং অন্যদেশের যারা সেখানে রয়েছেন, শুধুমাত্র তারা এই সুযোগে পাবেন। বাইরের দেশ থেকে তাতে অংশগ্রহণের সুযোগ থাকবে না। সামাজিক দূরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে হজ কার্যক্রম প্রতিপালন করা হবে।
আগামী ২৮ জুলাই শুরু হওয়ার কথা হজ।
চলমান করোনাভাইরাস মহামারীর মধ্যে হজ পালন করা হবে কি হবে না তা নিয়ে মুসলিম বিশ্বের উদ্বেগের মধ্যে তা জানানো হলো।
সৌদি সরকারের হজ ও উমরাহ বিষয়ক মন্ত্রণালয়ের বরাতে সোমবার এ ব্যাপারে জানালো সৌদি প্রেস এজেন্সি।
সৌদি আরবের বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম প্রধান মাধ্যম হজ। হজ ও উমরাহ থেকে ১২ বিলিয়ন ডলারের তাদের আয় হয় প্রতিবছর।
করোনাভাইরাস সংক্রমণ বৃদ্ধির সঙ্গে সঙ্গে ব্যাপক সুরক্ষা ব্যবস্থা নেয় সৌদি আরব। মার্চের শুরুতে বিদেশি নাগরিকদের জন্য মক্কা ও মদিনায় উমরাহ পালন বন্ধের ঘোষণা দিয়েছিল সৌদি আরব। এর কয়েকদিন পর সৌদি নাগরিক ও বাসিন্দাদের জন্যও উমরাহ স্থগিত করা হয়।
করোনা পরিস্থিতিতে এবারে ইন্দোনেশিয়াসহ কয়েকটি দেশ তাদের নাগরিকদের হজব্রত পালনে যাওয়া বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়।
করোনার কারণে হজ নিয়ে আগেভাগেই মুসলিম দেশগুলোকে সতর্ক করেছিল সৌদি আরব। মার্চেই তারা হজযাত্রীদের বিষয়ে সিদ্ধান্ত নিতে বিলম্ব করার জন্য মুসলিম দেশগুলোকে আহ্বান জানায়। তাদেরকে থাকার স্থান, খাবার দাবার, পরিবহন, হোটেল বুকিংয়ের ক্ষেত্রে অপেক্ষা করতে বলা হয়।