বিজনেসটুডে২৪ প্রতিনিধি
ঢাকা: করোনা ভাইরাস বিস্তার রোধে দেশে ১০ দিন সাধারণ ছুটি ঘোষণা করেছে সরকার। ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি থাকবে।
এই সময়ে সরকারি-বেসরকারি সব অফিস বন্ধ থাকবে। তবে হাসপাতাল ও জরুরি সেবা খোলা থাকবে। পুলিশি সেবাও থাকবে।
সোমবার বিকালে মন্ত্রিপরিষদ বিভাগে সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান মন্ত্রিপরিষদ সচিব আনোয়ারুল ইসলাম। এসময় প্রধানমন্ত্রীর মূখ্য সচিব ড. আহমেদ কায়কাউস উপস্থিত ছিলেন।
জানান, জনসাধারণের মাঝে দূরত্ব বজায় রাখতে সাহায্য করবে সেনাবাহিনী। যানবাহন সীমিত আকারে চলাচল করবে।
ব্রিফিংয়ে জানানো হয়, অফিস খুলবে ৫ এপ্রিল রবিবার। তবে আগামী মঙ্গলবার এবং বুধবার খোলা থাকবে।
আরো জানানো হয়, মাঠপর্যায়ে স্থানীয় প্রশাসনকে সহায়তা করবে সেনাবাহিনী। বাংলাদেশ ব্যাংকের কার্যক্রম সীমিত আকারে চলবে।