বিজনেসটুডে২৪ প্রতিনিধি, কক্সবাজার: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কক্সবাজার-৪ (উখিয়া-টেকনাফ) আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য শাহজাহান চৌধুরীকে নির্বাচন থেকে সরে দাঁড়াতে উড়োচিঠিতে প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
চিঠির খামের ভেতরে একটি সাদা কাপড়ের টুকরো পাওয়া গেছে, যা ‘কাফনের কাপড়’ হিসেবে ইঙ্গিত করা হয়েছে বলে দাবি করা হচ্ছে।
ঘটনার বিবরণ: আজ রোববার (৪ জানুয়ারি) দুপুরে ডাকযোগে পাঠানো এই চিঠিটি হাতে পান শাহজাহান চৌধুরী। চিঠিতে প্রেরক হিসেবে ‘ব্যাটালিয়ন-৭১’-এর কক্সবাজার আঞ্চলিক কো-অর্ডিনেটর মুমিনুল আলমের নাম উল্লেখ করা হয়েছে এবং চিঠির তারিখ দেওয়া আছে ২৩ ডিসেম্বর, ২০২৫।
চিঠিতে যা লেখা ছিল: চিঠিতে অত্যন্ত হুমকিমূলক ভাষায় বলা হয়, “আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে বিরত থাকুন।” নির্বাচন থেকে সরে না দাঁড়ালে তার পরিণতি ‘শরীফ ওসমান হাদি’র মতো হবে বলেও সতর্ক করা হয়। এ ছাড়া তিনি ২৪ ঘণ্টা ‘কিলিং স্কোয়াডের নজরদারিতে’ রয়েছেন বলে চিঠিতে দাবি করা হয়।
তারেক রহমানের ফোন ও প্রার্থীর উদ্বেগ: ঘটনার পরপরই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ফোন করে শাহজাহান চৌধুরীর খোঁজখবর নেন এবং তাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দেন।
তবে শাহজাহান চৌধুরী সংবাদমাধ্যমকে জানান, এই হুমকির পর তিনি বর্তমানে চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন।
আইনি ব্যবস্থা ও প্রশাসনের বক্তব্য: হুমকির ঘটনায় উখিয়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এ বিষয়ে উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানান: “সাধারণ ডায়েরিটি গ্রহণ করা হয়েছে। প্রার্থীর নিরাপত্তার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, আজ দুপুরে ওই নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভা করেন নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সভা চলাকালীন বিষয়টি তার নজরে এলে তিনি ঘটনাটি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
এলাকায় উত্তেজনা: এই ঘটনাকে কেন্দ্র করে উখিয়া ও টেকনাফ এলাকায় সাধারণ ভোটার এবং নেতাকর্মীদের মধ্যে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। স্থানীয় রাজনৈতিক নেতারা সুষ্ঠু নির্বাচনী পরিবেশ এবং প্রার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কঠোর ও কার্যকর ভূমিকার দাবি জানিয়েছেন।