Home সারাদেশ সেই অজগরটি ন্যাশনাল পার্কে অবমুক্ত

সেই অজগরটি ন্যাশনাল পার্কে অবমুক্ত

ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

রাঙামাটি: ছাগল খেতে এসে আটক ১১ ফুট অজগরটি কাপ্তাই ন্যাশনাল পার্কে অবমুক্ত করা হয়েছে। ২০ কেজি ওজনের সাপটি রবিবার বনবিভাগ সেখানে ছেড়ে দিয়েছে।

অজগরটি জীবতলী ১০ আরই ব্যাটালিয়ন সেনাক্যাম্প এলাকায় ছাগল ফার্মে  এসে সৈনিকদের হাতে আটক হয়। বন বিভাগকে জানানো হলে বনকর্মীরা সাপটি নিয়ে যান। কর্তৃৃৃৃৃৃৃৃৃপেক্ষের পরামর্শে সেটাকে অবমুক্ত করা হয়েছে কাপ্তাই ন্যাশনাল পার্কে।

এ সময় রামপাহাড় বিট কর্মকর্তা মাসুদ রায়হান, ব্যাংঙছড়ি বিট কর্মকর্তা মহিউদ্দিন চৌধুরীসহ বনকর্মীরা উপস্থিত ছিলেন।