Home Second Lead অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান

অ্যাডভোকেট সালমা ইসলাম যমুনা গ্রুপের চেয়ারম্যান

অ্যাডভোকেট সালমা ইসলাম

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দেশের অন্যতম জনপ্রিয় পত্রিকা দৈনিক যুগান্তরের প্রকাশক, সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি যমুনা গ্রুপের নতুন চেয়ারম্যান হয়েছেন ।

২৩ আগস্ট যমুনা গ্রুপের ৪২টি কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় সর্বসম্মত সিদ্ধান্তে তাকে নতুন চেয়ারম্যান মনোনীত করা হয়।

যমুনা গ্রুপের স্বপ্নদ্রষ্টা ও প্রতিষ্ঠাতা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা নুরুল ইসলামের স্থলাভিষিক্ত হলেন তিনি। ১৩ জুলাই দেশের শীর্ষস্থানীয় শিল্পপতি নুরুল ইসলাম ইন্তেকাল করেন।

সালমা ইসলাম যমুনা গ্রুপের ভাইস চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছিলেন।

তিনি  মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী ছিলেন।

দেশের অর্থনৈতিক উন্নয়নে, শিল্পের অবকাঠামো বিনির্মাণে, কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি সালমা ইসলাম বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, আর্থ-সামাজিক, শিক্ষা, মানবাধিকার এবং শিশু ও নারী অধিকার সংরক্ষণে কাজ করছেন।