Home Second Lead আইসিইউ সাপোর্ট মেলেনি, মারা গেলেন হাজি ইউনুছ

আইসিইউ সাপোর্ট মেলেনি, মারা গেলেন হাজি ইউনুছ

হাজি মো.ই্‌উনুছ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগাম:  আইসিইউ সাপোর্ট না পেয়েই মারা গেলেন  বিশিষ্ট ব্যবসায়ী, বেসরকারি কন্টেইনার ডিপো এছাক ব্রাদার্স লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হাজি মো. ইউনুছ।

রবিবার  রাত সাড়ে নয়টার দিকে নগরীর মেট্রোপলিটন হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন ।  বয়স হয়েছিল ৭০ বছর।

পারিবারিক সূত্রে জানা যায়, রবিবার সন্ধ্যা ৬টার দিকে বাসায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন হাজি ইউনুছ।  দ্রুত নিয়ে যাওয়া হয়  জিইসি মোড়স্থ মেডিকেল সেন্টারে। কিন্তু দুই ঘন্টা অপেক্ষায় রাখার পর তাঁকে ভর্তি করাতে রাজি হয়নি কর্তৃপক্ষ। এরপর সেখানে থেকে নিয়ে যাওয়া হয় কাছাকাছি মেট্রোপলিটন হাসপাতালে। অনেক অনুনয় বিনয়ের পর সেখানে ভর্তি দেয়া হলেও পাওয়া যায়নি আইসিইউ সাপোর্ট।

এ অবস্থায় অক্সিজেন সাপোর্টে রেখে নগরীর আইসিইউ সম্বলিত হাসপাতালগুলোতে যোগাযোগ করেন স্বজনরা।  কোন হাসপাতালই আইসিইউ সাপোর্ট দিতে সম্মত হয়নি। তখন ঢাকার ইউনাইটেড হাসপাতালে নেয়ার জন্য ভাড়া করা হয় এয়ার এ্যামবুলেন্স। কিন্তু তার আগেই রাত সাড়ে নয়টার দিকে মেট্রোপলিটন হাসপাতালে মারা যান তিনি।

জানা যায়, আগে থেকেই ডায়াবেটিস, কিডনি ও হাপানির সমস্যা ছিল হাজি মো. ইউনুছের। ঢাকার ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাশেষে সুস্থ হয়ে গত ২৫মার্চ চট্টগ্রাম আসেন তিনি। উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুর যাবার প্রস্তুতি থাকলেও করোনা পরিস্থিতির কারণে আর তা হয়ে ওঠেনি