Home বিনোদন স্বামীর ঘর ছাড়লেন ইশা

স্বামীর ঘর ছাড়লেন ইশা

ইশা কোপিকর। ছবি সংগৃহীত

বিজনেসটুডে২৪ ডেস্ক

বিয়ের ১৪ বছর পরে একমাত্র মেয়েকে নিয়ে স্বামী টিমি নারঙের ঘর ছাড়লেন অভিনেত্রী ইশা কোপিকর । গত মাসের এই ঘটনা প্রকাশ্যে এখন। যা জেনে হতভম্ব বলিউড।

পেশায় টিমি রেস্তোরাঁর মালিক। ইশার সঙ্গে তাঁর প্রেম অনেক বছরের। দুই পঙক্ষের বন্ধুরা তাঁদের প্রেমের অনুঘটক। ২০০৯-এ তাঁরা সিদ্ধান্ত নেন, বিয়ে করবেন। বিয়ের পর থেকেই অভিনয় থেকে দূরে ইশা।

কী কারণে এত বছর পরে এই বিচ্ছেদ? ইশার ঘনিষ্ঠজনেরা জানাচ্ছেন, অনেক দিন ধরেই নাকি বনিবনা হচ্ছিল না। যদিও বিচ্ছেদ আটকানোর জন্য তাঁরা আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু কিছুতেই তৈরি হওয়া দূরত্ব কমেনি। শেষে স্বামীর ঘর ছেড়ে বেরিয়ে আসেন ইশা।

খবর ছড়াতেই সংবাদমাধ্যম ইশার সঙ্গে যোগাযোগের চেষ্টা করে। অভিনেত্রী যদিও সাড়া দেননি। বদলে তিনি সামাজিক মাধ্যমে দেওয়া বার্তায় লেখেন, এই মুহূর্তে কথা বলার মতো অবস্থায় নেই তিনি।