Home রেমিটেন্স যোদ্ধাদের খবর ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

ওমানে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশী নিহত

খাইরুল ইসলাম চৌধুরী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

মিরসরাই (চট্টগ্রাম): ৭ নম্বর কাটাছরা ইউনিয়নের বাড়িয়াখালী এলাকার হাবিব উল্লাহ মিয়া চৌধুরী বাড়ির মরহুম আজিজুল হক চৌধুরীর ছেলে খাইরুল ইসলাম চৌধুরী (৪৪) ওমানে এক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন। এই সংবাদে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

তাঁর স্ত্রী ও ১০ বছরের একটি মেয়ে রয়েছে। পারিবারিক সূত্রে জানা গেছে, রবিবার সকালে কর্মস্থলে যাওয়ার পথে গাড়িচাপায় তিনি নিহত হয়েছেন। সেখানে হাসপাতাল মর্গে মরদেহ রযেছে। তিনি প্রায় ৭ বছর ধরে ওমান প্রবাসী। সেখানে যাওয়ার আগে ১০ বছর ছিলেন কুয়েতে। মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে।