Home First Lead করোনায় আক্রান্ত মাশরাফী

করোনায় আক্রান্ত মাশরাফী

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা:  দেশের অন্যতম সেরা ক্রিকেটার ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফী বিন মোর্ত্তজা  করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ।

আক্রান্ত হলেও জটিল কোনো উপসর্গ নেই মাশরাফীর। বাসাতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন ‘নড়াইল এক্সপ্রেস’ খ্যাত এই পেসার।

শনিবার মাশরাফীর ঘনিষ্ট এক সূত্র জানায়, জ্বর থাকায় গত বৃহস্পতিবার ঢাকার শিশু হাসপাতালের ল্যাবে করোনা পরীক্ষার জন্য নমুনা দেন মাশরাফী।

শুক্রবার তার রিপোর্ট পজিটিভ আসে।

গত ১৫ জুন করোনা পজিটিভ হন মাশরাফীর শাশুড়ি হোসনেয়ারা সিরাজ; আক্রান্ত স্ত্রী সুমনা হক সুমির এক বোন। ঢাকার একটি হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন তারা।

তাদের সংস্পর্শে না এলেও মাশরাফী করোনায় সংক্রমিত হয়েছেন বলে জানা গেছে।