Home আকাশপথ কলকাতা-গুয়াংজু বিমান চলাচল বন্ধ করল ইন্ডিগো

কলকাতা-গুয়াংজু বিমান চলাচল বন্ধ করল ইন্ডিগো

ছবি: সংগৃহীত

বিজনেসটুডে২৪ প্রতিনিধি,

কলকাতা: করোনা ভাইরাসের কোনোরকম ভাবে ছড়িয়ে পড়া বা সংক্রমণ রোধে বিমান সংস্থা ইন্ডিগো কলকাতা ও  চিনের গুয়াংজুয়ের মধ্যে সমস্তরকম বিমান চলাচল বন্ধের সিদ্ধান্ত নিয়েছে ।

আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে ২৭শে ফেব্রুয়ারি পর্যন্ত কলকাতা ও গুয়াংজুয়ের মধ্যে সমস্তরকম বিমান চলাচল রাখবে ইন্ডিগো।  এ ব্যাপারে তাদের এক বিবৃতিতে বলা হয়েছে,

 “করোনা ভাইরাস ছড়িয়ে পড়া নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার একটি নির্দেশিকাকে মাথায় রেখে ইন্ডিগো আগামী ৬ই ফেব্রুয়ারি থেকে ২৫শে ফেব্রুয়ারি কলকাতা থেকে গুয়াংজুয়ের মধ্যে সমস্ত বিমান পরিষেবা বন্ধের সিদ্ধান্ত নিয়েছে। একইসাথে গুয়াংজু থেকে কলকাতাগামী বিমান পরিষেবা ৭ই ফেব্রুয়ারি থেকে ২৬শে ফেব্রুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে।”

পাশাপাশি এই ভাইরাসের প্রাদুর্ভাব রোধে এটি তাদের সতর্কতামূলক পদক্ষেপ হিসাবেও জানিয়েছে বিমান সংস্থাটি। একইসঙ্গে এই সিদ্ধান্তের কারণে যাত্রী অসুবিধার দিকটি তুলে ধরে পাশে থাকার বার্তাও দিতে দেখা যায় তাদের। অন্যদিকে যে সমস্ত যাত্রীদের ওই দিন গুলিতে ইতিমধ্যেই টিকিট কাটা হয়ে গেছিল তাদের টিকিট ফেরত দেওয়ার কথা জানায় ইন্ডিগো।