Home শেয়ারবাজার কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

কেডিএস এক্সেসরিজের ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন

শেয়ার হোল্ডারদের জন্য ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান কেডিএস এক্সেসরিজ লিমিটেড। বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত কোম্পানির ২৮তম বার্ষিক সাধারণ সভায় এ সিদ্ধান্ত ঘোষিত হয়। চট্টগ্রাম মহানগরীর পতেঙ্গা বোট ক্লাবের কনফিডেন্স সিমেন্ট কনভেনশন সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কোম্পানির চেয়ারম্যান খলিলুর রহমান। সভায় উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা পরিচালক সেলিম রহমান, স্বাধীন পরিচালক মোহাম্মদ জামাল উদ্দিন, পরিচালক কামরুল হাসান, বহিঃনিরীক্ষকের প্রতিনিধিসহ কোম্পানির সিইও দেবাশীষ দাশ পাল, সিএফও বিপ্লব কান্তি বণিক, কোম্পানি সেক্রেটারি মন্জুরে খোদা এবং উচ্চপদস্থ কর্মকতা ও শেয়ারহোল্ডাররা। সভায় শেয়ার হোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ ও ৫ শতাংশ স্টক লভ্যাংশসহ ১৫ শতাংশ লভ্যাংশ অনুমোদন লাভ করে।