Home কক্সবাজার ক্ষুদে কণ্ঠশিল্পী জনি হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

ক্ষুদে কণ্ঠশিল্পী জনি হত্যাকারীদের গ্রেপ্তার দাবি

বিজনেসটুডে২৪ ডেস্ক

ক্ষুদে কণ্ঠশিল্পী জনি দে রাজের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছে আলোর পথ সঙ্গীত পরিষদ বাংলাদেশ। রবিবার (১১ অক্টোবর) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে এই দাবি জানানো হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, বর্তমানে শিল্পীরা নিরাপত্তাহীনতায় রয়েছে। ক্ষুদে শিল্পী জনি দে হত্যার চার দিন পার হলেও পুলিশ এখনো হত্যাকারীদের গ্রেপ্তার করতে পারেনি। কালক্ষেপন না করে দ্রুত হত্যাকারীদের গ্রেফতার করে শাস্তির দাবি জানাচ্ছি।

সংগঠনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আবুল হাসেম আজাদের সভাপতিত্বে ও সংগঠনের মহিলা সম্পাদিকা শিল্পী ফাতেমা আক্তার টিনার সঞ্চালনায় মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ বেতার ও টেলিভিশন জনপ্রিয় মরমী শিল্পী শিমুল শীল, মিলন আচার্য, গিতিকার গেয়াস উদ্দিন টিটু,পর্কেশেন বাচ্চু মইনি, শিল্পী রাসেল হায়দার, সমাজ সেবক আমিনুল হক লিটন, শিল্পী মৌ চৌধুরী, মানবাধিকার কর্মী লাইলা ইয়াছমিন, শিল্পী রায়হান সোলতানা নিহা, শিল্পী লিমা আক্তার আমীরী, শিল্পী শিউলি আক্তার, শিল্পী রুবেল পর্দেশি, শিল্পী ইমুন শীল, আকাশ তারা সংগঠনের সভাপতি মীর মোঃ রমজান আলী, শিল্পী শিলা চৌধুরী,মুন্নী আক্তার,শিফাত আমীরী,সুমি আক্তার,মোঃ সোহেল,নাহিমুন ইসলাম,নজরুল ইসলাম, সমাজকর্মী ফাতেমা আক্তার কাজল, শিল্পী লিজা আক্তার, গিতিকার মোঃ অহিদ মিয়া তবলা ম্যান বাবলু দাশ, তবলা ম্যান ফারুক, তবলা ম্যান সুমন দাশ, তবলা ম্যান রমজান আলী,বাবু, ইমন, পেট ম্যান রবিন পার্কেষেন মুরাদ, সংগঠনের প্রচার সম্পাদক শাহ আলম ভূট্রা সহ প্রমুখ শিল্পীবৃন্দু উপস্থিত ছিলেন ।