Home First Lead চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন আজ

চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন আজ

মোছলেম উদ্দিন আহমদ ও আবু সুফিয়ান

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম : আজ সোমবার চট্টগ্রাম-৮ আসনে উপ-নির্বাচন। সাধারণ ভোটারদের অনাগ্রহ এবং প্রধান দুই প্রতিদ্বন্দ্বীর পাল্টাপাল্টি অভিযোগের মধ্যেই আজ এখানে উপ-নির্বাচন।

সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।  ১৭০ কেন্দ্রের মধ্যে ৫৮টিকে ঝুঁকিপূর্ণ বলেছে  নির্বাচন কমিশন।  ভোট হবে ইভিএম’র (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) মাধ্যমে।

মূল প্রতিদ্বন্দ্বিতা হবে ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোছলেম উদ্দিন আহমদ ও বিএনপির প্রার্থী আবু সুফিয়ানের মধ্যে।

প্রার্থী রয়েছেন আরও ৪ জন। তাঁরা হলেন:  বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট (বিএনএফ) চেয়ারম্যান এসএম আবুল কালাম আজাদ, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের সৈয়দ মোহাম্মদ ফরিদ আহমদ, স্বতন্ত্র প্রার্থী এমদাদুল হক ও ন্যাপের বাপন দাশগুপ্ত।

এম এ আজিজ স্টেডিয়ামের জিমনেসিয়ামে খোলা হয়েছে কন্ট্রোল রুম।

মোট ভোটার  ৪ লাখ ৭৫ হাজার ৯৮৮ জন। এদের মধ্যে  বোয়ালখালীতে এক লাখ ৬৪ হাজার এবং  সিটি

করপোরেশন এলাকায়  ৩ লাখ ১১ হাজার ৯৮৮ জন।

শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য পুলিশের পাশাপাশি মোতায়েন করা হয়েছে বিজিবি ও র‌্যাব। ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও ২ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিজিবির সঙ্গে মোবাইল টিমে রয়েছেন।

গত বছরের ৭ নভেম্বর ভারতে চিকিৎসাধীন অবস্থায় এই আসনের সংসদ সদস্য জাসদের কার্যকরী সভাপতি মাঈনউদ্দীন খান বাদল মারা যাওয়ায় চট্টগ্রাম-৮ আসনটি শূন্য হয়।