Home First Lead সংকট কাটিয়ে চালু হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স

সংকট কাটিয়ে চালু হচ্ছে বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স

  • পরিচালকদের শেয়ার হস্তান্তর, নতুন ব্যবস্থাপনা

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

চট্টগ্রাম: তারকা হোটেল বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স করোনা ও আর্থিক সংকট কাটিয়ে আবার চালু হচ্ছে।

অক্টোবরের প্রথম সপ্তাহে চালু হচ্ছে বলে আশাবাদ ব্যক্ত করেছেন কয়েকজন পরিচালক।

কার্যক্রম শুরুর লক্ষ্যে স্টাফদের নতুন করে নিয়োগ দেয়া হয়েছে। প্রায় ৮০ ভাগ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এখন চলছে নতুনভাবে কার্যক্রম শুরুর যাবতীয় প্রস্তুতি।

অনুসন্ধানে জানা যায়, হোটেলের ব্যবস্থাপনায় ছিলেন ৩৮ জন পরিচালক। কিছুদিনের মধ্যে পরিচালকদের মধ্যে দেখা দেয়া নানা বিষয় নিয়ে বিরোধ। এ অবস্থার মধ্যে শুরু হয় করোনাভাইরাস পরিস্থিতি বিস্তার রোধে দেশজুড়ে লকডাউন। ভয়াবহ সংকটে পড়ে যায় এর ব্যবস্থাপনা। কর্মিদের নিয়মিত বেতন-ভাতা পরিশোধও সম্ভব হয়নি। অচলাবস্থার মধ্যে লে অফ ঘোষণা করা হয় মে থেকে। কর্মিরা তাতে চরম দুরবস্থায় পড়েন। এদের কেউ অর্ধেক বা নামেমাত্র কিছু টাকা পেয়েছেন, অনেকে পাননি। বিক্ষুব্ধ কর্মিরা হোটেলের সামনে গিয়ে অবস্থান ধর্মঘট করেন। এক পর্যায়ে তারা হোটেল গেটে তালাও ঝুলিয়ে দেন।

পরিচালকদের কয়েকজনের সাথে কথা বলে জানা যায়, গত কয়েক মাসে তাদের মধ্যে দফায় দফায় বৈঠক হয়েছে পরিস্থিতি নিয়ে। বেচে দেয়ার বিষয় নিয়েও আলোচনা হয়েছে। শেষ পর্যন্ত সিদ্ধান্ত হয়েছে নতুন ব্যবস্থাপনায় চালুর । বর্তমানে পরিচালক রয়েছেন এক তৃতীয়াংশ । ব্যবস্থাপনা পরিচালক মামুন উর রহমানসহ  অন্যরা তাদের শেয়ার হস্তান্তর করছেন অবশিষ্টদের কাছে।

নগরীর অভিজাত বাণিজ্যিক এলাকা আগ্রাবাদে সেনাকল্যাণ ট্রেড সেন্টারে চেইন চার তারকা হোটেলটি। আন্তর্জাতিক চেইন হসপিটালিটি গ্রুপ বেস্ট ওয়েস্টার্ন-এর চট্টগ্রামে কার্যক্রম শুরু হয় এর মধ্যে দিয়ে।

ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানায়,  বেস্ট ওয়েস্টার্ন অ্যালায়েন্স হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড বন্দর নগরীতে আন্তর্জাতিকভাবে স্বীকৃত একমাত্র চার তারকা মানের হোটেল। হোটেলে রয়েছে ৮৮টি কক্ষ। আর বিভিন্ন অনুষ্ঠানের জন্য রয়েছে সম্মেলন হল। রয়েছে বার, সুইমিং পুল, কফি শপ, ফিটনেস সেন্টার-স্পাসহ  নানা ধরনের সুযোগ-সুবিধা ।