Home First Lead জাতীয় গ্রিডে গেল পায়রার বিদ্যুৎ

জাতীয় গ্রিডে গেল পায়রার বিদ্যুৎ

বিজনেসটুডে ২৪ প্রতিনিধি

ঢাকা: পটুয়াখালির কলাপাড়ায় পায়রা কয়লা বিদ্যুৎ কেন্দ্রে উৎপাদন শুরু হয়েছে। আজ দুপুরে এখানকার  বিদ্যুৎ সংযুক্ত হয়েছে জাতীয় গ্রিডের সাথে।

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, এখন ১০০ মেগাওয়াট সরবরাহ করা হচ্ছে জাতীয় গ্রিডে। পর্যায়ক্রমে তা বাড়বে।

কলাপাড়া উপজেলার ধানখালী ইউনিয়নের নিশানবাড়িয়া এলাকায় প্রায় ১০০২ একর ভূমির উপর ১৩২০ মেগাওয়াট বিদ্যুৎ কেন্দ্রটির কাজ শুরু হয় ২০১৬ সালে। নর্থওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি বাংলাদেশ লিমিটেড এবং চায়না ন্যাশনাল মেশিনারি ইম্পোর্ট এক্সপোর্ট করপোরেশন-এর যৌথ উদ্যোগে এই বিদ্যুৎ কেন্দ্র তৈরি হয়েছে। ২০১৯ সালের মধ্যে এ প্রকল্পের কাজ শেষ করার কথা থাকলেও শ্রমিক অসন্তোষের জেরসহ বিভিন্ন অনাকাংখিত ঘটনা ঘটার ফলে পিছিয়ে যায় প্রকল্পের কাজ।