রবিবার শাহাদাতের শপথ, চট্টগ্রাম বিএনপি’র বিপুল নেতাকর্মী ঢাকায়
বিজনেসটুডে২৪ প্রতিনিধি, ঢাকা: চট্টগ্রামের মেয়র হিসেবে ডা. শাহাদাতের শপথ গ্রহণকে কেন্দ্র করে বিএনপি নেতাকর্মীদের মধ্যে বিপুল উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে। রবিবার শপথ অনুষ্ঠানশেষে তিনি বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারতে যাবেন।
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ নতুন মেয়র নিয়ে দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন করবেন। চট্টগ্রাম বিএনপি’র নেতাকর্মীরাও সঙ্গে থাকবেন। এ লক্ষ্যে চট্টগ্রাম থেকে বিপুল নেতাকর্মী ঢাকা আসছেন বলে দলীয় সূত্রে জানা গেছে।
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা এ এফ হাসান আরিফ সকাল সাড়ে দশটায় মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে নতুন মেয়রকে শপথ বাক্য পাঠ করাবেন। মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য ইতিপূর্বে শাহাদাত হোসেনকে চিঠি ইস্যু করা হয়েছে। অনুষ্ঠানে সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ বিএনপির কেন্দ্রীয় নেতারা উপস্থিত থাকবেন।
২০২১ সালের ২৭ জানুয়ারি অনুষ্ঠিত চট্টগ্রাম সিটি কর্পোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রেজাউল করিম চৌধুরীকে জয়ী ঘোষণা করেছিল নির্বাচন। কমিশন ঘোষিত ফলাফল অনুযায়ী গেজেট প্রকাশের পর যথারীতি শপথ গ্রহণ ও প্রায় সাড়ে তিন বছর চসিক মেয়র হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।
অন্যদিকে, নির্বাচনে কারচুপি ও অনিয়মের অভিযোগ এনে ফলাফল বাতিল চেয়ে নির্বাচনী ট্রাইব্যুনালে মামলা করেন বিএনপি প্রার্থী শাহাদাত হোসেন। গত ১ অক্টোবর ওই মামলার রায়ে আদালত নির্বাচন কমিশন ঘোষিত ফলাফল বাতিল এবং শাহাদাত হোসেনকে মেয়র হিসেবে ঘোষণা দেন। একই সঙ্গে নির্বাচন কমিশন সচিবকে ১০দিনের গেজেট প্রকাশেরও আদেশ দেন।
আদালতের রায়ের পরিপ্রেক্ষিতে ৮ অক্টোবর শাহাদাত হোসেনকে মেয়র ঘোষণা দিয়ে নির্বাচন কমিশন সচিবালয় থেকে সংশোধিত প্রজ্ঞাপন জারি করা হয়।