Home Second Lead দেশে প্রথম করোনার নমুনা সংগ্রহ বুথ

দেশে প্রথম করোনার নমুনা সংগ্রহ বুথ

নমুনা সংগ্রহ বুথ

বিজনেসটুডে২৪ প্রতিনিধি

ঢাকা: দিনাজপুর জেলার বিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ফাঁকা জায়গায় বুথ বসিয়ে সংগ্রহ করা হচ্ছে করোনার নমুনা সংগ্রহ।

বিরামপুর হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সোলায়মান মেহেদী জানান, সারাদেশে উপজেলার মধ্যে বিরামপুর স্বাস্থ্য কমপ্লেক্সে এই প্রথম কোরিয়ান মডেলকে অনুকরণ করে বুথের মাধ্যমে করোনার নমুনা সংগ্রহ করা হচ্ছে। এ ব্যবস্থায় নমুনা সংগ্রহকারি স্বাস্থ্য কর্মির যেমন সুরক্ষা থাকবে তেমনি পিপিই’র ব্যবহারও অনেকাংশে কমে আসবে।

জানান, স্বাস্থ্য কর্মীদের সুরক্ষার বিষয়টি নিয়ে এই বুথের মাধ্যমে নমুনা সংগ্রহ করা হচ্ছে।

সন্দেহভাজনদের কাছ থেকে নমুনা সংগ্রহ শুরু হয়েছে আজ শনিবার থেকে।বুথের সামনে রোগীকে বসিয়ে বুথের ভিতর থেকে কিটের মাধ্যমে বিশেষ প্রক্রিয়ায় নমুনা সংগ্রহ করা হচ্ছে।